ইউপি চেয়ারম্যান সেলিম খানের জামিন মঞ্জুর
চাঁদপুরের ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ‘বালুখেকো’ সেলিম খানের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রোববার (০৮ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান জামিনের এই আদেশ দেন।


এদিন জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সেলিম খানের আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে, দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৩০ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা শর্তে জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ১২ অক্টোবর আত্মসমর্পণের পর আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ০১ আগস্ট সেলিম খানের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আতাউর রহমান বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ মামলাটি দায়ের করেন।
সারাদিন/০৮ জানুয়ারি/এমবি