আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
সুগন্ধি সাবানের বিক্রিতে ভাটা, এটা কিসের ইঙ্গিত
বছরের শুরুতেই সুখবর। ছয় মাসে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ১০ শতাংশ। প্রথম আলোতে রপ্তানি আয় নিয়ে প্রতিবেদনটি লিখেছেন উপপ্রধান বাণিজ্য সম্পাদক শুভংকর কর্মকার। তাঁর প্রতিবেদনে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমানের উদ্ধৃতিতে ফুটে উঠেছে রপ্তানি আয়ে শুভংকরের ফাঁকি। কী সেই ফাঁকি, সেটা একটু বুঝে নেওয়া যাক। বিশ্ববাজারে ২০১৯ সালে তুলার যে দাম ছিল, তা ২০২২ সালের শুরুতে প্রায় দ্বিগুণ হয়ে যায়। তুলার মূল্যবৃদ্ধির কারণে সুতার দাম বাড়ে। সুতার দাম বাড়লে পোশাকের দাম বাড়ে। পোশাকের দাম বাড়লে রপ্তানি আয়ও বেশি দেখায়।বছর ছয়েক আগে প্রথম আলো কার্যালয়ে এসেছিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তখন তিনি মাসে মাসে অর্থনীতির গতিপ্রকৃতি বোঝার জন্য দুটি অপ্রচলিত সূচকের কথা বলেছিলেন—১. বন্দরে কনটেইনার ওঠানামার পরিস্থিতি। ২. সুগন্ধি সাবানের বিক্রির পরিস্থিতি। প্রশ্ন হলো, পরিমাণের দিক দিয়ে রপ্তানি বাড়ছে কি না। যদি না বাড়ে, তাহলে পোশাক কারখানায় বাড়তি সময় কাজ হবে না, শ্রমিকেরা অতিরিক্ত সময়ের (ওভারটাইম) কাজের মজুরি পাবেন না। শ্রমিকেরা আবার পণ্য ও সেবা কেনা কমিয়ে দেবেন। সব মিলিয়ে অর্থনীতিতে ভাটার টান লাগতে পারে। সূত্র; প্রথম আলো


হাসপাতালে ৫৪ দিনে সাড়ে তিন লাখ রোগী
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ড। নিউমোনিয়া আক্রান্ত শিশুকে নিয়ে দুই দিন ধরে মেঝেতে আছেন সদর উপজেলার হাতিকাটা গ্রামের মমতাজ আরা। গতকাল শনিবার হাসপাতালে দেখা গেল মমতাজের মতো অনেক মা এসেছেন শিশুদের চিকিৎসার জন্য। শুধু চুয়াডাঙ্গা নয়, দেশজুড়েই শীতজনিত রোগী বাড়ছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়।, চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আসা রোগীদের বড় অংশই শিশু ও বৃদ্ধ। ঠাণ্ডার কারণে শ্বাসতন্ত্রের রোগ যেমন : নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগী বেশি পাওয়া যাচ্ছে। এ ছাড়া ডায়রিয়া রোগীর সংখ্যাও বাড়ছে। ,স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য বলছে, ঠাণ্ডার কারণে দেশে গত ১৪ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৪৭ হাজার ৩৩ জন। এই সময়ে মৃত্যু হয়েছে ৬৯ জনের। আর ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয় তিন লাখ ২২ হাজার ৬১১ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। ,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, শীতের প্রাক্কালে বাতাসের আর্দ্রতা কমে যায়। এর সঙ্গে ধুলাবালি বাড়ে। সূত্র: কালের কণ্ঠ
শীতের দাপট চলছেই
গত কয়েকদিনের মতো আজ রবিবারও (৮ জানুয়ারি) ঢাকার আকাশ ঢাকা পড়ে আছে ঘন কুয়াশায়। হিমেল হাওয়ার গতি কিছুটা কমছে। তবে সকাল ১০টা পর্যন্ত হাসেনি সূর্যমামা। ফলে শীতের তীব্রতা কিছুটা কমলেও দাপট কমেনি। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বলছে, রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। ঘন কুয়াশার কারণে গত কয়েকদিনের মতোই সকালে রাজধানীতে গণপরিবহন কিছুটা কম চলেতে দেখা গেছে। স্বাভাবিক গতিতে গাড়ি চালাতে জ্বালাতে দেখা গেছে হেডলাইট।আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আজ (রবিবার) রাজধানীতে তাপমাত্রা সামান্য বেড়ে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। তবে শীতেরে তীব্রতা একইভাবে অনুভূত হবে। সূত্র: প্রতিদিনের বাংলাদেশ
বিদেশ মিশন হবে কার্যকর প্রাণবন্ত
বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশনগুলোকে পাল্টাতে হবে গৎবাঁধা কাজের ধারা সম্পর্ক থেকে সেবার মান কাক্সিক্ষত মাত্রায় নিতে শিথিলতা দেখলেই ব্যবস্থা
এতদিনের গৎবাঁধা চেহারা থেকে বের করে নিয়ে এসে নতুন চেহারা দেওয়ার চেষ্টা চলছে বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে। নতুন নির্দেশনায় সব ক্ষেত্রে কার্যকর ও প্রাণবন্ত ভূমিকা রাখতে হবে বাংলাদেশের দূতাবাসগুলোর কূটনীতিকদের। দ্বিপক্ষীয় সম্পর্ক থেকে শুরু করে সেবা- সবই হতে হবে কাক্সিক্ষত মাত্রায়। দায়িত্ব পালনে শিথিলতার কোনো সুযোগ থাকবে না কারও। কর্তব্যকাজে অবহেলা পাওয়া গেলে সরাসরি নেওয়া হবে ব্যবস্থা। দূতাবাসগুলোকে কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে স্বতঃস্ফূর্ত। সতর্ক থাকতে হবে দেশের ভাবমূর্তি রক্ষা ও বিরূপ পরিস্থিতি এড়াতে। নির্দিষ্ট সময় পরপর ঢাকায় করতে হবে জবাবদিহিতাও। শীর্ষ কূটনৈতিক সূত্রে সরকারের নতুন এ মনোভাবের কথা জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানান, ইতোমধ্যে সরকারের সিদ্ধান্তের কথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বছরের প্রথম দিনে নিজেই জানিয়ে দিয়েছেন বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে। সূত্র: বিডি প্রতিদিন
ঢাকায় তাপমাত্রা কিছুটা বেড়েছে
রাজধানীতে গত শনিবারের তুলনায় রোববার তাপমাত্রা কিছুটা বেড়েছে। এদিন সকালে ঢাকা ও এর আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। রোববার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।গত শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের অনুভূতি রয়ে গেছে আগের মতোই।ঢাকাসহ দেশের বেশির ভাগ অঞ্চল কয়েক দিন ধরে হাঁড়কাপানো শীতের কবলে। বেড়েছে কুয়াশাও। এই পরিস্থিতির আরও অবনতি ঘটে শনিবার। সূত্র: দৈনিক বাংলা।
ভারতে সড়ক নির্মাণ ব্যয় কম কেন?
ভারতে আট লেনের জাতীয় বা প্রাদেশিক মানের এক কিলোমিটার সড়ক নির্মাণে খরচ হয় প্রায় ১৫ লাখ ডলার। জেলা ও শহরাঞ্চলের জন্য দুই লেনের প্রতি কিলোমিটার সড়ক তৈরিতে ব্যয় হয় প্রায় ৬ লাখ ডলার। প্রান্তিক সড়কের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে নির্মাণ ব্যয় পড়ে প্রায় ৪ লাখ ডলার। সঠিক পরিকল্পনা, বাস্তবায়নে স্বচ্ছতা, দক্ষ জনশক্তি, নির্মাণ উপকরণ ও যন্ত্রপাতির সহজলভ্যতা, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহারসহ নানাবিধ কারণে এশিয়াসহ পৃথিবীর অনেক দেশের চেয়ে কম খরচে সড়ক তৈরি করতে সক্ষম হচ্ছে ভারত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দেশ ভারত। দেশটিতে বিদ্যমান সড়ক নেটওয়ার্কের দৈর্ঘ্য প্রায় ৫৯ লাখ কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া (এনএইচএআই) পরিকল্পনা করছে, ২০২২-২৩ অর্থবছরে আরো ২৫ হাজার কিলোমিটার সড়ক নির্মাণের। এ হিসাবে দেশটিকে প্রতিদিন অন্তত ৫০ কিলোমিটার নতুন সড়ক তৈরি করতে হবে। সূত্র: বণিক বার্তা।
সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৮.৪ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন
শিশুসহ তিনজনের মৃত্যু, ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত * লঘুচাপে গরম বাতাস আসছে না সাগর থেকে
দেশের জেলা ৬৪টি। এর মধ্যে ১১টিতে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিন্তু প্রায় সারা দেশেই মাঝারি থেকে তীব্র শীত অনুভূত হচ্ছে। এক সপ্তাহ ধরে চলছে এই পরিস্থিতি, যা হাড় কাঁপিয়ে যাচ্ছে। পাশাপাশি আছে কুয়াশার প্রকোপ।এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে দরিদ্র খেটে খাওয়া মানুষ খুব কষ্টে আছেন। শীত উপেক্ষা করেই তাদের কাজের সন্ধানে বের হতে হচ্ছে। আগের মতো কাজও পাচ্ছেন না তারা। রিকশাচালক, দিনমজুর, ফেরিওয়ালাসহ ভাসমান ব্যবসায়ীদের আয়রোজগার কমে গেছে। খড়কুটো জ্বালিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীতবস্ত্রের দোকানগুলোয় ভিড় বাড়ছে। বৃদ্ধ ও শিশুদের মধ্যে ছড়িয়ে পড়েছে শীতজনিত নানা রোগ। প্রচণ্ড ঠান্ডায় নবাবগঞ্জ, কুমিল্লা ও চুয়াডাঙ্গায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়ায় শনিবার ভোরে ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। সূত্র: যুগান্তর
বারাণসী-ঢাকা-আসাম: চালু হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ
ভারতে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে একের পর এক উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে নরেদ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। একইসাথে দেশটির একাধিক রাজ্যে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করা হচ্ছে। তারই অংশ হিসেবে আগামী ১৩ জানুয়ারি বারাণসী থেকে আসাম পর্যন্ত বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। খবর হিন্দুস্তান টাইমস-এর। ক্রুজটি দীর্ঘ চার হাজার কিলোমিটার পথ অতিক্রম করবে। গোটা যাত্রাপথ সম্পন্ন করতে সময় লাগবে প্রায় ৫০ দিন। ক্রুজটি এই সফরে প্রায় ২৭টি নদী প্রণালির মধ্য দিয়ে যাবে এবং যাত্রাপথে ৫০টিরও বেশি স্টপেজে থামবে। স্টপেজগুলোর মধ্যে সুন্দরবন ডেল্টা, গঙ্গা আরতি, আসামের মায়ংয়ের কালো জাদু এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো পার্ক অন্যতম। নদী ক্রুজটি ১৩ জানুয়ারি যাত্রা শুরু করে গাজীপুর-বক্সার হয়ে ১৭ জানুয়ারি বিহারের পাটনায় পৌঁছবে। এরপর বৌদ্ধগয়া-নালন্দা-ফারাক্কা-মুর্শিদাবাদ হয়ে ২৯ জুন কলকাতায় পৌঁছবে। একদিন বিরতি নিয়ে পরদিনই ক্রুজটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অংশের নামখানা-সজনেখালি হয়ে তা সুন্দরবনের বাংলাদেশ অংশে প্রবেশ করবে। পরে সেটি মোংলা বন্দর-বাগেরহাট-মোড়েলগঞ্জ-বরিশাল-সোনারগাঁও হয়ে ৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
বাংলাদেশে টিকার চিত্র, যেসব জরুরি টিকা আলোচনার বাইরে
বাংলাদেশে টিকা শব্দটা বললেই করোনাভাইরাস, পোলিও, হাম- এই হাতে গোনা কয়েকটি টিকার নাম সামনে আসে। কিন্তু বাংলাদেশে এমন কিছু টিকাও রয়েছে যেগুলো ব্যবহার করলে ব্যক্তির শরীরে ওই রোগের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে উঠতে পারে।যেমন কলেরা, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এ, মেনিনজাইটিস, মাম্পস, জলবসন্ত ইত্যাদি রোগের বিস্তার বাংলাদেশে থাকলেও সরকারের কোন কর্মসূচির আওতায় এই টিকাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়নি।আবার রোটাভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, জাপানি এনসেফেলাইটিস এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগের টিকা বিনামূল্যে আসবে বললেও এ নিয়ে এখনও কোন অগ্রগতি নেই।
সরকারি উদ্যোগের অভাব সেইসাথে প্রচার প্রচারণা না থাকায় এ ধরনের টিকা যে পাওয়া যায় সেটাও মানুষের জানাশোনার বাইরে থেকে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।অথচ সঠিক সময়ে টিকা নিতে পারলে পরবর্তীতে এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়। কিংবা আক্রান্ত হলেও ব্যাপকতা কমানো সম্ভব বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা- সূত্র: বিবিসি বাংলা।
কিশোরগঞ্জের পাগলা মসজিদে মিলল রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা
এবার ৩ মাস ৬ দিন পর দানসিন্দুক খোলা হয়েছে।
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এ যাবৎকালের সর্বোচ্চ চার কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা পাওয়া গেছে। শনিবার সকালে পাগলা মসজিদের আটটি দানসিন্দুক খুলে ২০ বস্তা টাকা সংগ্রহ করা হয়। সারাদিন ধরে এই টাকা গণনা করা হয় বলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী জানান।
তিনি আরও বলেন, দানসিন্দুকে টাকা ছাড়াও ডলার, পাউন্ড, রিয়াল, দিনার, রিঙ্গিত ও স্বর্ণালংকার পাওয়া গেছে।
গণনার কাজে মাদ্রাসার ১১২ ছাত্র, ব্যাংকের ৫০ কর্মকর্তা, মসজিদ কমিটির ৩৪ জন ও আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য অংশ নেন। কঠোর নিরাপত্তার মধ্যে গণনার কাজ শেষ করা হয়।এর আগে সর্বশেষ ২০২২ সালের ১ অক্টোবর ৩ মাস ১ দিনের মাথায় দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন রেকর্ড তিন কোটি ৮৯ লাখ ৭০ হাজার ৮৮২ টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল। এবার ৩ মাস ৬ দিন পর দানসিন্দুক খোলা হয়। সূত্র: বিডি নিউজ