আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

চীনে কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত ২২ জন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য দিয়েছে। খবর এএফপির।স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বলেছে, প্রদেশটির নানচাং কাউন্টিতে স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার ঠিক আগে একটি বড় সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। সিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনার কারণ গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তবে খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ চালকদের জন্য ভ্রমণ–নির্দেশনা জারি করে।নির্দেশনায় বলা হয়, এলাকাটিতে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে এসেছে। এ কারণে সহজেই সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। সূত্র: প্রথম আলো

যুদ্ধে সমর্থন পেয়ে রুশ অর্থোডক্স চার্চের প্রশংসা পুতিনের

ইউক্রেন যুদ্ধে মস্কোর পক্ষ নেওয়ায় রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রশংসা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৭ জানুয়ারি) সামনে এসেছে তার বিবৃতি। ক্রেমলিন ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে তা। বার্তা প্রকাশের আগে ক্রেমলিনের এক ক্যাথিড্রালে পৃথকভাবে প্রার্থনায়ও অংশ নিয়েছিলেন তিনি। রয়টার্সের প্রতিবেদন বলছে, নিজ বক্তব্যে অর্থোডক্স চার্চকে সমাজের জন্য গুরত্বপূর্ণ স্থিতিশীল শক্তি হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন বলেন, ‘সমাজকে একত্রীকরণে, ঐতিহাসিক স্মৃতি রক্ষায় এবং তরুণদের শিক্ষায় ও পারিবারিক বন্ধন দৃঢ় করায় রাশিয়ার অর্থোডক্স চার্চ এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় যে ব্যাপক গঠনমূলক ভূমিকা রেখেছে তা গভীর কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘চার্চ সংগঠনগুলো অগ্রাধিকার দিয়েছে… বিশেষ সামরিক অভিযানে (ইউক্রেনে) অংশ নেওয়া আমাদের যোদ্ধাদের সমর্থন জানিয়েছে। এ ধরনের ব্যাপক, দুরূহ এবং সত্যিকারের নিঃস্বার্থ কাজ আন্তরিক শ্রদ্ধা পাওয়ার যোগ্য।’ সূত্র: প্রতিদিনের বাংলাদেশ।

ইউক্রেনে ড্রোন হামলা: ইরানের ৬ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

একটি ইরানি ড্রোন প্রস্তুত ও সরবরাহকারী প্রতিষ্ঠানের ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনের দাবি, ইউক্রেনে অবকাঠামোতে হামলা চালাতে রাশিয়া এসব ইরানি ড্রোন ব্যবহার করছে।
সিএনএনের খবর অনুসারে, গত শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজের (কিউএআই) ছয়জন নির্বাহী ও বোর্ড সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিষ্ঠানটি লাইট এয়ারপ্লেনস ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ নামেও পরিচিত। কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রিজ ২০১৩ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় একে ইরানের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী কোম্পানি হিসেবে উল্লেখ করেছে। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

প্রিন্স হ্যারির বই ঘিরে বিতর্ক

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ আগামী ১০ জানুয়ারি প্রকাশিত হবে। তবে স্পেনে বইটির কয়েক কপি আগাম বিক্রির পর থেকে বইটি ঘিরে নানা বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ব্রিটিশ রাজপরিবারের দুর্দশা ও তিক্ততার কথা উঠে এসেছে এতে।বিবিসি জানায়, বইয়ে প্রিন্স হ্যারি দাবি করেছেন, ক্যামিলাকে বিয়ে না করতে বাবা চার্লসকে তিনি ও বড় ভাই প্রিন্স উইলিয়াম অনুরোধ করেছিলেন। রাজপরিবারে যোগ দেয়ার আগে তারা দুই ভাই ক্যামিলার সঙ্গে পৃথকভাবে দেখাও করেছিলেন।উইলিয়াম তার গায়ে হাত তুলেছিলেন বলেও উল্লেখ করেছেন হ্যারি। স্ত্রী মেগানকে নিয়ে তার সঙ্গে প্রিন্স উইলিয়ামের বাকবিতণ্ডা হয়। তখন উইলিয়াম তার কলার চেপে ধরেন, ধাক্কা দিয়ে মাটিতেও ফেলে দেন। ২০২১ সালে আরেকবার তারা দুজন মুখোমুখি হলে বাবা চার্লস মাঝে দাঁড়িয়ে বাধা দিয়েছিলেন বলে উল্লেখ করেছেন বইয়ে। প্রথম গাঁজা সেবনের অভিজ্ঞতা লিখতেও ছাড়েননি হ্যারি। ১৭ বছর বয়সে কোনো একজনের বাড়িতে গাঁজা সেবন করতে দেয়া গিয়েছিল তাকে। এরপর আরও কয়েকবার গাঁজা নিলেও অভিজ্ঞতাটা ভালো ছিল না বলে জানিয়েছেন। একই বয়সে প্রথম যৌন অভিজ্ঞতা হয় তার। সূত্র: দৈনিক বাংলা।

মার্কিন প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে এখনো সক্রিয় কি হেনরি কিসিঞ্জার

মার্কিন প্রতিরক্ষা বিভাগের ডিফেন্স পলিসি বোর্ডের সদস্যরা গত ছয় মাসে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন অন্তত চারবার। মার্কিন প্রতিরক্ষানীতির নিয়ন্ত্রক এ বোর্ডের এসব বৈঠকের প্রায় সবক’টিতেই সদস্য হিসেবে অংশ নিয়েছেন ৯৯ বছর বয়স্ক হেনরি কিসিঞ্জার। আর কিছুদিন পরই শতবর্ষ পূরণ হচ্ছে তার। এ বৃদ্ধ বয়সেও যুক্তরাষ্ট্রের কৌশলগত ও কূটনৈতিক পরিমণ্ডলে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন হেনরি কিসিঞ্জার। দেশটির কৌশলগত ও পররাষ্ট্রনীতির অন্যতম নীতিনির্ধারকের ভূমিকা পালন করছেন ছয় দশক ধরে। বয়সের ভারে ন্যুব্জ কণ্ঠেই এখন আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন ও সেমিনারে মার্কিন পররাষ্ট্রনীতির নানা দিক নিয়ে জোরালো বক্তব্য রেখে চলেছেন তিনি। সুইজারল্যান্ডের দাভোসে গত বছরের মে মাসে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বৈশ্বিক ভূরাজনীতির আলোচিত বিষয়গুলো নিয়ে নিজের পর্যবেক্ষণ দেন হেনরি কিসিঞ্জার। চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে তাইওয়ান ইস্যুর প্রভাবক হয়ে ওঠার বিষয়টি নিয়ে আপত্তি তোলেন তিনি। হেনরি কিসিঞ্জার বলেন, তাইওয়ান চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না। গোপনে বা ধীরে ধীরে কোনোভাবেই ‘দুই চীন’ সমাধানের দিকে এগোনো উচিত হবে না। বরং যুক্তরাষ্ট্রের উচিত হবে চীন যাতে বিষয়টি নিয়ে সহনশীল ও ধৈর্যশীলতার পরিচয় দেয়, সেটি নিশ্চিত করার নীতি ধরে রাখা। সূত্র:বণিক বার্তা।

মেরুদণ্ড বেচে চেয়ার কিনলেন ম্যাকার্থি!
যুক্তরাষ্ট্রে নতুন স্পিকার

একবার-দুবার নয়, টানা ১৫ দফা ভোটাভুটির পর দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো কেভিন ম্যাকার্থির। প্রতিনিধি পরিষদে বারবার হোঁচট খেয়ে অবশেষে শনিবার পাঁচ দিনের মাথায় এসে তিনি যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচিত হন। তবে এ যাত্রা ততটাও সহজ ছিল না। কট্টর ২০ সদস্যকে নিজের দলে ভেড়াতে দিয়েছেন নানা আপস-ছাড়-সমঝোতার প্রতিশ্রুতি। আঙুল উঁচিয়ে ধমকের সুরে, মাথায় হাত বুলিয়ে কিংবা কট্টরদের ‘হাতে-পায়ে’ ধরে ভোট ভিক্ষাসহ কী করেননি ম্যাকার্থি! শতাব্দীর ইতিহাসে যেমন এমন নির্বাচনি বিড়ম্বনার ঘটনা বিরল, তেমনি চেয়ার দখলে এহেন আত্মসম্মান বিসর্জনও অহরহ দেখা যায় না। যেন নিজের হাতেই মেরুদণ্ড বেচে কংগ্রেসের সর্বোচ্চ ক্ষমতাসীন চেয়ারটি ‘কিনলেন’ ম্যাকার্থি। ভবিষ্যতেও যে এর জন্য তাকে চড়া মূল্য দিতে হবে তা বলার অবকাশ থাকে না।ছাড়-একক সদস্যের ক্ষমতা : পছন্দ না হলে মাত্র একজন সদস্যই স্পিকারকে অপসারণের দাবি তুলতে পারবেন। ক্ষমতায় আসার শর্তে ভরা মজলিশেই এই আপসনামা ছুড়ে দেন ম্যাকার্থি। চুক্তি মোতাবেকে, চাইলেই যে কোনো রিপাবলিকান তাকে অভিশংসনের জন্য ভোট দাবি করতে পারবেন। তাতে আরো জুড়ে দেওয়া হয়-এই ‘আসন শূন্য করো’ দাবির পর প্রতিনিধি পরিষদে পুনরায় ভোটাভুটি হতে পারে। পরিণাম : আসন শূন্য করার প্রথা কংগ্রেসে বহু যুগ ধরেই চলমান। তবে একজনের ভোটে স্পিকারের ক্ষমতা হারানো রোধে বর্তমানে তা কমপক্ষে পাঁচ সদস্যে উপনীত করা হয়েছিল। ম্যাকার্থি পুনরায় একক ক্ষমতায় নিয়ে এলে সেটির জন্য তাকেই বেগ পোহাতে হবে। সূত্র: যুগান্তর

চীনের অর্থনীতি পুনরায় খুলে দেওয়ার সঙ্গে তৈরি হচ্ছে আশা ও উদ্বেগ

ব্যবসায়ের ক্ষেত্রে ২০২৩ সালেও যখন মন্দার আভাস পাওয়া যাচ্ছে, তখন প্রায় ১,০১৬ দিন পরে কঠোর ‘জিরো কোভিড’ নীতি তুলে দিয়ে চীনের বিশ্বের কাছে আবার সব বাণিজ্যিক দ্বার উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তকে আশার চোখেই দেখা হচ্ছে।বিশ্বের ওয়ার্কশপ চীন রবিরার ফের এর সীমান্ত খুলে দিতে প্রস্তুত। আর এর সঙ্গে বৈশ্বিক সরবরাহ চেইনও স্বাভাবিক হয়ে উঠবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন সিদ্ধান্তের ‘স্পিলওভার’ প্রভাবের ফলে বৈশ্বিক অর্থনীতি ফের বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ‘জিরো কোভিড’ নীতির সর্বশেষ বাধাটি কেটে যাওয়ার পর চীনের সঙ্গে বহির্বিশ্বের বাণিজ্যিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক যোগাযোগ ফের চালু হওয়ার প্রভাবও বিস্তৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের মতে, চীন ফের উন্মুক্ত হওয়ায় বাংলাদেশের জন্য রপ্তানির আরও সুযোগ সৃষ্টি ও বাংলাদেশের বৃহত্তম উৎস এ দেশটি থেকে কাঁচামাল সংগ্রহ করাও সহজ হতে পারে। এছাড়া বিশ্ববাজারে তেল, গ্যাস ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত চাহিদা তৈরি হবে।দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর সঙ্গে আলাপকালে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ‘উন্মুক্ত চীনের ফলে আমাদের কাঁচামাল আমদানির খরচ কমবে। কারণ আমরা বিপুল পরিমাণ কাঁচামাল আমদানির জন্য চীনের ওপর নির্ভরশীল। কিন্তু সেই সরবরাহ চেইনটি কোভিডের সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ইরানে আরো দু’জন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর

ইরানে দেশব্যাপী প্রতিবাদ ও বিক্ষোভের সময় সামরিক বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগে দু’জন বিক্ষোভকারীর ফাঁসি কার্যকর করা হয়েছে।এরা হলেন মোহাম্মদ মাহদি কারামি এবং সেয়েদ মোহাম্মদ হোসেইনি।আধা-সামরিক বাহিনীর একজন কর্মকর্তার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথিত অভিযোগে তারা দোষী সাব্যস্ত হয়েছেন। এই বিচার প্রক্রিয়াকে “ছল” হিসেবে উল্লেখ করে মানবাধিকার গ্রুপগুলো এর নিন্দা করেছে।মি. কারামির বয়স হয়েছিল ২২ বছর। তার পরিবার বলছে ফাঁসি কার্যকর করার আগে তারা তার সঙ্গে দেখা করতে চেয়েছিল কিন্তু তাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।সরকারি কৌসুলিরা দাবি করেছেন আধা-সামরিক বাহিনীর কর্মকর্তা রুহুল্লা আজামিয়ানকে নগ্ন করে তার পর তাকে হত্যা করা হয়।তারা বলছেন একদল বিক্ষোভকারী যারা নিহত একজন প্রতিবাদকারীর প্রতি সম্মান জানাতে জড়ো হয়েছিলেন তারা ওই কর্মকর্তাকে হত্যা করেন। সূত্র; বিবিসি বাংলা।

‘নতুন মহামারী আসবেই’, প্রস্তুতি রাখতে বললেন গিলবার্ট

বিশ্বকে বিপদে ফেলে দেওয়া করোনাভাইরাস মহামারী এখনও শেষ না হওয়ার মধ্যেই পরের মহামারী নিয়ে সতর্ক করেছেন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সহ আবিষ্কারক সারাহ গিলবার্ট; রাষ্ট্রগুলোকে পরামর্শ দিয়েছেন প্রস্তুতি নিয়ে রাখার। শনিবার ঢাকা লিট ফেস্টের তৃতীয় দিনে এক অধিবেশনে মহামারীর দুঃসহ সেই সময়ে টিকা আবিষ্কার ও উৎপাদনের পেছনের গল্প শুনিয়ে এ পরামর্শ ও সতর্কবার্তা দেন তিনি।‘সায়েন্স ভেক্সার্স’ শীর্ষক এ অধিবেশনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজি বিভাগের এ অধ্যাপকের কাছে অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, আরও মহামারী হওয়ার ঝুঁকি কি আছে?উত্তরে কোনো ধরনের রাখঢাক না রেখেই বিভিন্ন ভাইরাস প্রতিরোধী টিকা আবিষ্কার ও গবেষণায় প্রায় তিন দশকের অভিজ্ঞতা থাকা ব্রিটিশ এ বিজ্ঞানী বলেন, “সম্পূর্ণরূপে এবং এটা সবসময়।”২০২০ সালের জানুয়ারিতে ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় টিকা আবিষ্কারের প্রকল্প নেয়, তাতে খ্যাতনামা এ শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে প্রকল্প প্রধান নির্বাচিত হন সারাহ গিলবার্ট। সূত্র: বিডি নিউজ

 

অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে তরুণীর মৃত্যুর অভিযোগ

ভারতের কেরালায় অনলাইনে অর্ডার করা বিরিয়ানি খেয়ে অঞ্জু শ্রী পার্বতী নামে এক তরুণীর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৭ জানুয়ারি) রাজ্যটির কাসারগড় জেলায় হাসপাতালে ওই তরুণীর মৃত্যু হয়। জানা গেছে, ৩১ ডিসেম্বর স্থানীয় একটি হোটেল থেকে অনলাইনে অর্ডার করে বিরিয়ানি এনে খেয়েছিলেন অঞ্জু। খাবার খেয়ে অসুস্থ বোধ করলে স্থানীয় এক হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখান থেকে বেসরকারি আরেকটি হাসপাতালে পাঠানো হয়। পরে শনিবার মারা যান তিনি।পুলিশ জানিয়েছে, তার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।এ ঘটনায় কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।
গণমাধ্যমে মন্ত্রী জানান, খাদ্যে বিষক্রিয়ার অভিযোগ নিয়ে তদন্ত করে দেখতে ফুড সেফটি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। ফুড সেফটি ও স্ট্যান্ডার্ড অ্যাক্ট অনুসারে অভিযুক্ত হোটেলের লাইসেন্স বাতিল করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আরটিভি অনলািইন