খুলনা টাইগার্সকে হারালো ঢাকা ডমিনেটরস
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাসির হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইগার্সকে হারিয়েছে ঢাকা ডমিনেটরস।
শনিবার (০৭ জানুয়ারি) রাজধানীর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের তৃতীয় ম্যাচে খুলনাকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা।


যেখানে আল আমিন হোসেনের তোপে প্রথমে ব্যাট করা খুলনা নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে এবং ৫ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা টাইগার্স: ২০ ওভারে ১১৩/৮ (ইয়াসির ২৪, সাইফউদ্দিন ১৯, আজম ১৮; আল আমিন ৪/২৮, সানি ২/২৪, নাসির ২/২৯)।
ঢাকা ডমিনেটরস: ১৯.১ ওভারে ১১৭/৪ (নাসির ৩৬*, মুনাবিরা ২২, সৌম্য ১৬; সাইফউদ্দিন ২/২২, মিকেরেন ১/১৮, ওয়াহাব ১/৩২)।
ফল: ঢাকা ডমিনেটরস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসির হোসেন।
সারাদিন/০৭ জানুয়ারি/এমবি