বিপিএলের টাইটেল স্পন্সর ইস্পাহানি

সিলেট প্রতিনিধি:সিলেট প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

আগামীকাল বুধবার (৫জানুয়ারি) থেকেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের খেলা। সেই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ঘোষণা করা হল আজ। বিপিএলের নবম আসরের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ইস্পাহানি, পাওয়ার্ড বাই মিনিস্টার গ্রুপ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কনফারেন্স রুমে বিপিএলের টাইটেল স্পন্সর হিসেবে ইস্পাহানির নাম ঘোষণা করা হয়।

আগামীকাল আসরের উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২টা ৩০ মিনিটে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।