আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩

যুক্তরাষ্ট্রে চালের কেজি ৪২৫ টাকা, আলু ২৭৮

বিগত বছরজুড়ে লেগে ছিল করোনা মহামারি, দ্বন্দ্ব-যুদ্ধ-বিগ্রহ। নতুন বছরেও ঠিক তাই। হুহু করে বেড়ে চলেছে জিনিসপত্রের দাম। ধনী-দরিদ্র সব দেশেই সমান। চরম মুদ্রাস্ফীতির কবলে পড়েছে বিশ্ববাজার। বিশেষ করে যুক্তরাষ্ট্র। নিত্যপণ্যের দামে কাহিল হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ভূখণ্ড যুক্তরাষ্ট্রও। ৪০ বছরের রেকর্ড মুদ্রাস্ফীতিতে রীতিমতো টালমাটাল অবস্থা। বাজারদরের লাগামছাড়া ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে দেশটির নাগরিকদের। অবস্থা এমন যে, এক কেজি আলুর মূল্যই এখন ২৭৮ টাকা! ২০২১ সালে ছিল ২১৩ টাকা। চালের কেজি ৪২৫ টাকা, টমেটো ৪৬১ টাকা। আর ডিম ৩৮০ টাকা ডজন অর্থাৎ শুধু একটি ডিমের দামই এখন ৩২ টাকা। গত এক বছরে ডিমের মূল্য বেড়েছে প্রায় ৪৯.১ শতাংশ। সূত্র : নামবিও ও ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস (বিএলএস)। ডলারের হিসাবে আলুর দাম ২.৭০ ডলার। বুধবারের বিনিময় মূল্য ছিল ১ ডলার সমান ১০৩ টাকা। সে হিসাবে যুক্তরাষ্ট্রে ১ কেজি আলুর দাম এখন ২৭৮ টাকা। ১ কেজি টমেটোর মূল্য ৪.৪৮ ডলার (৪৬১ টাকা)। ডিম প্রতি ডজন ৩.৬৮ ডলার অর্থাৎ ৩৮০ টাকা। ঊর্ধ্বমূল্যের আগুনে পুড়ছে চাল-রুটি, আপেল, তেল, মাখন, সিগারেটসহ প্রায় সব ধরনের খাদ্যদ্রব্যই। চালের কেজি ৪২৫ টাকা (৪.১৩ ডলার), কমলা এক কেজি ৪২৪ টাকা (৪.১২ ডলার), পেঁয়াজ এক কেজি ২৮০ টাকা (২.৭২ ডলার), দেড় লিটার এক বোতল পানির মূল্য ১৯৬ টাকা (১.৯১ ডলার)। সূত্র: যুগান্তর

১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে অ্যামাজন

খরচ কমাতে ১৮ হাজারের বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন। প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জ্যাসি জানান, যাদের চাকরি যাচ্ছে তাদেরকে আগামী ১৮ জানুয়ারি থেকে জানানো হবে। কোম্পানিটির কর্মীর সংখ্যা তিন লাখের মতো। সেই হিসাবে ১৮ হাজার কর্মী ছাঁটাই হলে অ্যামাজনের প্রায় ৬ শতাংশ কর্মী চাকরি হারাবেন। খবর- বিবিসি। জ্যাসি বলেন, আমরা কর্মীদের ছাঁটাই বাবদ ক্ষতিপূরণ, অন্তর্বর্তী স্বাস্থ্যবিমা-সুবিধা ও অন্যত্র চাকরির ব্যবস্থা করার মতো সহযোগিতা করছি।তিনি আরও বলেন, অ্যামাজন অতীতে অনিশ্চিত ও কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দিয়েছে এবং আমরা সেটা চালিয়ে যাব।কোন এলাকার কর্মীদের ছাঁটাই করা হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি অ্যামাজনের সিইও। তবে তিনি বলেছেন, ইউরোপে প্রযোজ্য’ কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করবে কোম্পানি। দুই মাস আগে বার্ষিক ব্যবসা পরিচালনাসংক্রান্ত পর্যালোচনায় অ্যামাজন বলেছিল, কোম্পানিটি ব্যয় কমানোর দিকে মনোনিবেশ করবে। ইতোমধ্যে কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অ্যামাজন। একই সঙ্গে কয়েকটি গুদাম বড় করার সিদ্ধান্ত থেকেও সরে এসেছে কোম্পানিটি। মহামারির সময় অতিরিক্ত কর্মী নিয়োগ দেওয়ায় এই সতর্কতা অবলম্বন করে প্রযুক্তি জায়ান্টটি। ব্যক্তিগত ডেলিভারি রোবটের মতো প্রকল্প বাতিল করেছে অ্যামাজন। সেই সঙ্গে ব্যবসার কিছু অংশ বন্ধ করে দেওয়ার পদক্ষেপও নিয়েছে। সূত্র: সমকাল

এক বছরে ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে অ্যাপল
২০২২ সালের শুরুতে নতুন মাইলফলক ছুঁয়েছিল অ্যাপল। সে সময় আইফোন নির্মাতার বাজারমূল্য ৩ ট্রিলিয়ন (লাখ কোটি ডলার) ডলারের মাইলফলক ছাড়িয়ে যায়। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রথম কোনো প্রতিষ্ঠান হিসেবে ৩ ট্রিলিয়ন ডলারের ক্লাবে জায়গা করে নিয়েছিল মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। এর ঠিক এক বছর পরই সংস্থাটি ২ ট্রিলিয়নের ক্লাব থেকেও ছিটকে গেছে।

সিএনএন বিজনেসের খবর অনুসারে, সর্বশেষ গত মঙ্গলবারের লেনদেনে অ্যাপলের বাজারমূল্য ২ লাখ কোটি ডলারের নিচে নেমে গিয়েছে। ২০২১ সালের শুরুর দিকের পর প্রথমবারের মতো সংস্থাটির বাজারমূল্য এত নিচে নামল। এদিন সংস্থাটির শেয়ারদর প্রায় ৪ শতাংশ কমে যায়। বিশ্বজুড়ে সংস্থাটির পণ্যের চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় পুঁজিবাজারে সংস্থাটির শেয়ারদর নিম্নমুখী হয়।এর আগে ২০১৮ সালের আগস্টে বিশ্বের প্রথম লাখ কোটি ডলারের কোম্পানি হিসেবেও রেকর্ড গড়েছিল অ্যাপল। ২০২০ সালে প্রতিষ্ঠানটি ২ লাখ কোটি ডলারের মাইলফলকও পেরিয়ে যায়। এরপর গত বছরের শুরুতে ৩ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি। কভিডজনিত কারণে প্রযুক্তি পণ্যের তুমুল চাহিদা অ্যাপলকে এ মাইলফলকে পৌঁছতে সহায়তা করেছিল। নিক্কেই এশিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল সম্প্রতি বেশ কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ২০২৩ সালের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) জন্য জনপ্রিয় পণ্যগুলোর যন্ত্রাংশ উৎপাদন কমিয়ে দেয়ার কথা জানিয়েছে। এ পণ্যগুলোর মধ্যে রয়েছে এয়ারপডস, অ্যাপল ওয়াচ ও ম্যাকবুক। বিষয়টি নিয়ে মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।মহামারীর মধ্যে ২০২০-২১ সালেও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তুমুল চাহিদার মুখোমুখি হয়েছিল। এজন্য সংস্থাগুলোর শেয়ারদরও লাফিয়ে লাফিয়ে বেড়েছিল। পরবর্তী সময়ে চাহিদা ধীর হওয়ার সঙ্গে সঙ্গে প্রযুক্তি স্টকগুলো নিম্নমুখী রয়েছে। এরই ধারাবাহিকতায় অ্যাপলের পাশাপাশি অ্যামাজন ও মেটার শেয়ারদরেও পতন হয়েছে। গত বছরের তুলনায় অ্যামাজন ও মেটার শেয়ারদর যথাক্রমে প্রায় ৫০ ও ৬৩ শতাংশ কমেছে। একই সময়ে অ্যাপলের কমেছে প্রায় ৩১ শতাংশ। তার পরও ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য হারিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সংস্থাটির বাজারমূল্য ১ লাখ ৯৯ হাজার কোটি ডলারে নেমে আসে। এর আগে গত বছর মাইক্রোসফট ও জ্বালানি জায়ান্ট সৌদি আরামকো ২ লাখ কোটি ডলারের ক্লাব থেকে বেরিয়ে যায়। সূত্র: বণিক বার্তা।

Nagad

বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে কোথায়, বড় অর্থনীতির ১০

বিদায়ী ২০২২ সালে বিশ্বে দুটি বড় ঘটনা ঘটেছে। এক, বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি পার হয়েছে। দুই, বিশ্ব অর্থনীতির আকার ১০০ ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে। এই অর্থনীতিতে কোন দেশের হিস্যা কত, এই প্রতিবেদন তা নিয়ে। ভিজ্যুয়াল ক্যাপিটালিস্টে প্রকাশিত এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেওয়া। দেশগুলোর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) নিরিখেই এ হিসাব করা হয়েছে।একটি দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় নির্ণায়ক জিডিপি। একটি দেশে, একটি নির্দিষ্ট সময়ে সরকারি ও বেসরকারি খাতের পুরো অর্থনৈতিক কর্মকাণ্ডের (পণ্য ও পরিষেবা—সবই) মোট মূল্য উঠে আসে জিডিপিতে। সূত্র: প্রথম আলো

শীতেও ইউরোপে গরমের রেকর্ড

গত গ্রীষ্মে গরমে কমবেশি হাঁসফাঁস করেছে ইউরোপের মানুষ। তীব্র তাপপ্রবাহে দাবানলে বন, জনপদ পুড়েছে স্পেন, পর্তুগাল, গ্রিস, তুরস্কসহ বেশ কয়েকটি দেশে। কয়েকটি দেশে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে ছিল। এবার শীতকালেও অস্বাভাবিক আবহাওয়া পাচ্ছে ইউরোপীয়রা।,
বৈরী তাপমাত্রা নিয়ে কাজ করা আবহাওয়াবিদ ম্যাক্সিমিলানো হেরেরো জানান, ইউরোপের কয়েকটি দেশে জানুয়ারি মাসের হিসাবে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পোল্যান্ড, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, নেদারল্যান্ডস, বেলারুশ, লিথুয়ানিয়া ও লাটভিয়া সবচেয়ে উষ্ণ জানুয়ারি মাস পার করছে।, পোল্যান্ডের কোরবিয়েলোতে বছরের শুরুতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ওই অঞ্চলে সাধারণত মে মাসে এমন আবহাওয়া থাকে। চেক প্রজাতন্ত্রের জাভোরনিকেও তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ ডিগ্রি সেলসিয়াস। বছরের এই সময়ে এ অঞ্চলের গড় তাপমাত্রা থাকে ৩ ডিগ্রি সেলসিয়াস।,বেলারুশের ভিসোকাসে এ সময় সাধারণত তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি থাকে। গত রবিবার সেখানে তাপমাত্রা ছিল ১৬.৪ ডিগ্রি। এর আগে জানুয়ারিতে বেলারুশে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল সাড়ে ৪ ডিগ্রি।পুরো ইউরোপ মহাদেশের হাজারো স্থানে জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর স্পেন ও ফ্রান্সের দক্ষিণাঞ্চলে রেকর্ড ছাড়িয়ে গেছে অন্য সব কিছুকে। স্পেনের বিলবাওয়ে তাপমাত্রা রেকর্ড হয় ২৪.৯ ডিগ্রি, যা স্থানটির জানুয়ারি মাসে সবচেয়ে বেশি। বার্সেলোনায় পানির ব্যবহার কমানোর তাগিদ পর্যন্ত দেওয়া হয়েছে।, সূত্র: কালের কণ্ঠ

৮৯ রাশিয়ান সেনা নিহতের কারণ মোবাইলের ব্যবহার!
এ কারণে শত্রুপক্ষ সামরিক সদস্যদের অবস্থান শনাক্ত করে

প্রায় এক বছর থেকে চলা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া কখনই এত সেনার মৃত্যু একসঙ্গে দেখেনি। নতুন বছর শুরু হওয়ার পরপরই ইউক্রেনের এক মিসাইল হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। এতে নিহত হন ৮৯ জন রুশ সেনা। যদিও গত পরশু রাশিয়া দাবি করেছিল মৃতের সংখ্যা ৬৩। আর ইউক্রেন গত শনিবার রাতে ওই হামলায় ৪০০ রুশ সেনা মারা গেছে বলে দাবি করেছে। ঘটনার দুই দিন পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ঘটনার জন্য সেনাদের অবৈধভাবে মোবাইল ব্যবহারকেই দায়ী করেছে। এক তদন্তে উঠে এসেছে এ চাঞ্চল্যকর তথ্য। তদন্তে বলা হয়, সামরিক নিয়ম ভেঙে মোবাইল ফোন ব্যবহার করছিলেন রুশ সেনারা। তার জেরেই মিসাইল হামলা চালাতে সফল হয়েছে ইউক্রেন। রাশিয়া জানিয়েছে, পয়লা জানুয়ারি মধ্যরাত ১টার দিকে ওই কারিগরি কলেজের ওপর যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স রকেট সিস্টেম থেকে অন্তত ছয়টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছিল। সূত্র: বিডি প্রতিদিন।

ইউক্রেনযুদ্ধে এখন যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে রাশিয়া!

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। সহসা প্রচণ্ড আক্রমণের মাধ্যমে কিয়েভ দখল করে জেলেনস্কির সরকার হটানোই ছিল মস্কোর উদ্দেশ্য। কিন্তু সে পরিকল্পনায় জল ঢেলে দেয় ইউক্রেনের পাল্টা প্রতিরোধ। কিয়েভ দখলে ব্যর্থ হয়ে পিছু হটে রাশিয়ান বাহিনী। আর রুশ বাহিনীর এ রণভঙ্গকে ব্যাখ্যা করার জন্য জুলাই মাসে ইউক্রেন কর্তৃপক্ষ সদর্পে বলেছিল, ‘সব অপদার্থ রাশিয়ান মারা পড়েছে।’ যুদ্ধের প্রথমদিকে রাশিয়া বেশকিছু ভুল পদক্ষেপ নিলেও বর্তমানে সামরিক কৌশলগত দিক থেকে পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে দেশটি।গত সেপ্টেম্বের রিজার্ভ বাহিনীকে আংশিকভাবে মবিলাইজেশনের ঘোষণা দিয়েছেন পুতিন। এতে ফ্রন্টলাইনে রাশিয়ান বাহিনী আবারও শক্তিশালী হয়েছে। ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ অবকাঠামোতে নিয়মিত হামলা জারি রেখেছে রাশিয়া। এর ফলে ইউক্রেনকে রণাঙ্গণ থেকে মনোযোগ কিছুটা সরিয়ে এর শহরের নাগরিকদের জীবন ও সম্পদ বাঁচানোর ব্যবস্থা নিতে হচ্ছে। আর নভেম্বরে খেরসন থেকে যে সেনাদের রাশিয়া প্রত্যাহার করে নিয়েছে, তাদেরকে এখন যুদ্ধের অন্য কোনো অংশে ব্যবহার করতে পারছে দেশটি। সূত্র: বিজেনেস স্ট্যান্ডার্ড।

কিম জং আন ২০২৩ সালে কী করতে যাচ্ছেন?

উত্তর কোরিয়ার জন্য ২০২২ সালটি ছিল রেকর্ড সৃষ্টিকারী বছর। দেশটি অন্যান্য যে কোন বছরের তুলনায় ২০২২ সালে মাত্র এক বছরে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে আকাশে ছুঁড়েছে। বস্তুত, উত্তর কোরিয়া যত ক্ষেপণাস্ত্র এযাবৎ ছুঁড়েছে, তার মধ্যে এক চতুর্থাংশই গত বছর আকাশ পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে। আর গত বছরই কিম জং-আন ঘোষণা করেছেন যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রধর দেশ হয়ে উঠেছে এবং দেশটি তার অস্ত্রভাণ্ডারে পারমাণবিক অস্ত্র মজুত রাখবে।এর ফলে ২০১৭ সালের পর কোরিয় উপদ্বীপ এলাকায় উত্তেজনা সবচেয়ে চরমে পৌঁছেছে। সেসময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়াকে “অস্ত্র দিয়ে জব্দ” করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সূত্র: বিবিসি বাংলা ।

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ৩৫

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আট সদস্য রয়েছেন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। বুধবার (৪ জানুয়ারি) মধ্য সোমালিয়ায় আল শাবাব জঙ্গিদের দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে। সোমালিয়ার সিনিয়র একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সোমালিয়ার মাহাস শহরে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে। মূলত আল কায়েদার সহযোগী সংগঠন আল শাবাবের সিরিজ হামলার সর্বশেষ ঘটনা এটি। সরকারি বাহিনী এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো গত বছর বিদ্রোহীদের দীর্ঘদিনের দখলে থাকা অঞ্চল থেকে সরিয়ে দিতে শুরু করার পর এসব হামলার ঘটনা ঘটে আসছে। সূত্র: ঢাকা পোস্ট