আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩

মুঠোফোন ব্যবহারের কারণেই মাকিভকাতে রুশ সেনাদের ওপর হামলা

রাশিয়া বলছে, ইউক্রেনের মাকিভকাতে নববর্ষের প্রথম প্রহরে তাদের একটি অস্থায়ী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় নিহত রুশ সেনার সংখ্যা বেড়ে ৮৯-তে দাঁড়িয়েছে। রুশ সেনাদের মুঠোফোন ব্যবহারের কারণে শত্রুপক্ষ হামলাটি চালাতে পেরেছে বলে মনে করছে মস্কো। যদিও সেনাদের ফোন ব্যবহারের অনুমতি ছিল না। দেশটি বলছে, এর মধ্য দিয়েই শত্রুপক্ষ রুশ সেনাদের অবস্থান শনাক্ত করতে পেরেছে। খবর বিবিসির।১ জানুয়ারি (গত ৩১ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে) দোনেৎস্ক অঞ্চলের মাকিভকাতে ইউক্রেনীয় বাহিনী একটি কারিগরি কলেজের ওপর হামলা চালায়। কলেজটিকে রুশ সেনারা অস্থায়ী ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল।বুধবার ভোরে এক টেলিগ্রাম পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, হামলায় রেজিমেন্টের উপকমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাচুরিনও নিহত হয়েছেন। হামলার ঘটনাটি নিয়ে একটি কমিশন তদন্ত করছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: প্রথম আলো

আল-আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে জেরুজালেমে উত্তেজনা

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির মসজিদ এলাকায় সফরে যাওয়ার পর এ নিয়ে উত্তেজনা ছড়ায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের একজন কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত বেন-গভির।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বেন-গভিরের সফরকে ‘অভূতপূর্ব উসকানি ও সংঘাতের জন্য মারাত্মক হুমকি’ হিসেবে বর্ণনা করেছে।ফিলিস্তিনের আরেক অংশ গাজা উপত্যকার নিয়ন্ত্রক ‘হামাসের’ জ্যেষ্ঠ কর্মকর্তা বাসেম নাইম গত সপ্তাহে সতর্ক করেছিলেন যে এ ধরনের কোনো ঘটনা হলে সেটি ‘লাল সীমারেখা লঙ্ঘন’ হবে। গতকাল হামাসের মুখপাত্র হাজেম কাসেম ওই সফরকে অপরাধ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল-আকসা ‘ফিলিস্তিনি, আরব ও ইসলামী’ জায়গা হিসেবেই থাকবে। সূত্র: কালের কণ্ঠ

কানাডায় বাড়ি কিনতে পারবেন না বিদেশিরা

নিজ দেশের নাগরিকদের আবাসন সংকট সমস্যা বৃদ্ধি পাওয়ায় বিদেশি নাগরিকদের বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। রোববার থেকে সেটা কার্যকর করা হয়েছে। তবে গ্রীষ্মকালীন কটেজগুলোর মতো বিনোদনমূলক সম্পত্তি কেনার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাড়ির মূল্য বেশি হওয়ায় অনেক কানাডিয়ান বাড়ি কিনতে পারছিলেন না। এ অবস্থায় ২০২১ সালের নির্বাচনি প্রচারে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২ বছরের জন্য সাময়িক এ প্রস্তাব দেন। খবর বিবিসির। সে সময় দেশটির লিবারেল পার্টি জানায়, কানাডায় বাড়ি কেনাটা মুনাফাকারী, ধনী ব্যবসায়ী ও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। এতে অব্যবহৃত ও খালি পড়ে থাকা বাড়িগুলোর দামও আকাশ ছোঁয়া হয়েছে। বাড়িগুলো মানুষের জন্য, বিনিয়োগকারীদের জন্য নয়।২০২১ সালে নির্বাচনে জয়ের পর উদারপন্থীরা নন-কানাডিয়ান আইনের মাধ্যমে আবাসিক সম্পত্তি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সূত্র: সমকাল

Nagad

মরুভূমিতে সংবাদপত্র পৌঁছে দেন নবতিপর সাংবাদিক

গাড়ির ভেতর কফির ফ্লাক্স, কিছু সেদ্ধ ডিম আর প্রখর রোদের তাপ থেকে বাঁচতে একটা তোয়ালে নিয়েছেন ৯০ বছর বয়সী ফ্রান্স হুগো। এসব নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার ছোট শহর কালভিনিয়া থেকে বৃহস্পতিবার খুব ভোরে মরুভূমির উদ্দেশে সংবাদপত্র সরবরাহ করতে যাত্রা শুরু করেন। এটি প্রবীণ সাংবাদিক হুগোর প্রত্যেক বৃহস্পতিবারের রুটিন। দক্ষিণের প্রত্যন্ত আধাশুষ্ক কারু অঞ্চলে তিনি অন্তত ১২০০ কিলোমিটার পথপরিক্রমা করেন। গত চার দশক ধরেই তিনি এই কাজ করে আসছেন। কর্মচঞ্চল ও প্রাণপ্রাচুর্যে সমুজ্জ্বল সাংবাদিক হুগো ৯০ বছর বয়সেও নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দ্য মেসেঞ্জার, ডাই নুরডওয়েস্টার এবং ডাই ওয়েওয়ারনুউস নামের তিনটি স্থানীয় পত্রিকা সম্পাদনা করেন এবং হাতে হাতে তুলে দেন। তার পাঠকরা মূলত প্রত্যন্ত আধাশুষ্ক অঞ্চলে বসবাসকারী কৃষক। প্রতিসপ্তাহে হুগোর দল অন্তত ১৩০০ কপি পত্রিকা ছাপেন। মার্কিন মুদ্রায় ৫০ সেন্ট দামের পত্রিকাগুলো বিভিন্ন দোকান, প্রতিনিধিদের বাড়িতে পৌঁছে দেয়ার কাজটিও হুগো নিজেই করেন। বার্তা সংস্থা এএফপিকে হুগো বলেন, ‘প্রতি বৃহস্পতিবারেই সংবাদ সরবরাহের কাজটি আমি করে যাব। যেদিন শরীর একেবারেই না কুলাবে সেদিন হয়তো থামব।’ সূত্র: দৈনিক বাংলা।

ইউক্রেনে এবার বড় ড্রোন হামলার প্রস্তুতি রাশিয়ার

ইউক্রেনে রাশিয়া বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।তিনি বলেন, ইউক্রেনীয়দের মনোবল ভেঙে দিতে এ হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কো। সোমবার রাতে এক ভিডিও বার্তায় এ দাবি করেন জেলেনস্কি।এদিনই ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট স্থানীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে দাবি করেছেন, সেপ্টেম্বর থেকে রাশিয়ার প্রায় ৫০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে। খবর বিবিসি, সিএনএনের। ভলোদিমির জেলেনস্কি এ সময় আরও জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে তিনি জানতে পেরেছেন, ইরানের ড্রোন দিয়ে এসব হামলা চালাবে রুশ সেনারা। ইউক্রেনকে ‘নিঃশেষ’করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। তিনি বলেন, আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা এ জন্য সব করব, তবে অন্যান্য হামলার মতো এ হামলাও ব্যর্থ হবে। আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে রাশিয়া। পশ্চিমাদের দাবি ইরান রাশিয়াকে এসব ড্রোন দিয়েছে। কয়েক দফা ড্রোন হামলায় ইউক্রেনের বেশির ভাগ জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এতে করে বিদ্যুৎবিহীন ও অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাতে হচ্ছে লাখ লাখ মানুষকে। সূত্র: যুগান্তর

ইরানের রেভ্যুলেশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করবে যুক্তরাজ্য

ইরানের রেভ্যুলেশনারি গার্ড বা বিপ্লবী রক্ষীবাহিনীকে লন্ডন আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ। ইরানে সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাজ্যের সঙ্গে সংশ্লিষ্ট সাতজনকে গ্রেফতার করার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তের কথা জানায় যুক্তরাজ্য। আর এ পদক্ষেপে যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী টম টুগেনডাটের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানেরও সায় আছে। ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণার অর্থ হলো ইরানের এই রক্ষীবাহিনীর সদস্য, তাদের সভা-সমাবেশে যাওয়া, প্রকাশ্যে তাদের লোগো বহন করা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। গত সপ্তাহে ইরানের রেভ্যুলেশনারি গার্ড সরকারবিরোধী বিক্ষোভে যুক্ত থাকার অপরাধে যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কিত সাতজনকে গ্রেফতার করে। গত বছরের শেষভাগে নিরাপত্তা হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর থেকে উত্তাল ইরানে সরকারবিরোধী বিক্ষোভ অব্যাহত আছে। বিক্ষোভ দমাতে ইরানের নিরাপত্তা বাহিনীর দমনপীড়নও চলছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

২৫ হাজার ৪০০ কোটি ডলারের রফতানি তুরস্কের

২০২২ সালে রফতানিতে রেকর্ড গড়েছে তুরস্ক। ডলারের বিপরীতে লিরার মূল্য কমায় রফতানিযোগ্য পণ্যের বাজার চাঙ্গা হয়েছে। ২০২২ সালে তুরস্ক প্রায় ২৫ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। রফতানি আয়ের এ পরিমাণ ২০২১ সালের তুলনায় ১৩ শতাংশ বেশি। গত সোমবার এক টেলিভিশন ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এ তথ্য জানিয়েছেন। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের মুদ্রা লিরার মান কম থাকায় বৈশ্বিক বাজারে তুর্কি পণ্যের চাহিদা আরো বেড়েছে। একই সময়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক থেকেও উপকৃত হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগান বলেন, বিশ্ব যেখানে গুরুতর রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সঙ্গে লড়াই করছে, সে সময় নিরবচ্ছিন্ন বিনিয়োগ অব্যাহত রাখা, কর্মসংস্থান ও রফতানি বাড়ানো সহজ কাজ নয়। এ পরিস্থিতি থেকে বোঝা যায় তুরস্ক এখন সংকটে বিপর্যস্ত কোনো দেশ নয়, বরং এমন একটি দেশ, যা সংকট মোকাবেলা করে চলতে সক্ষম। সূত্র: বণিক বার্তা

যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ: স্পিকার নির্বাচনের ভোটে ম্যাককার্থির হারের পর বিশৃঙ্খলা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে একের পর এক ভোটে রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থির হার যে রাজনৈতিক নাটকের জন্ম দিয়েছে, গত এক শতকে এমনটা দেখেনি মার্কিন কংগ্রেস।শেষ পর্যন্ত কোনো স্পিকার ঠিক না করেই মঙ্গলবার রাতে কংগ্রেসের নিম্নকক্ষের অধিবেশন মুলতুবি করতে হয়।বিবিসি জানিয়েছে, ১৯২৩ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে নেতা ঠিক করতে পারল না। অথচ নভেম্বরের নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষের দখল ফিরে পাওয়া রিপাবলিকানদের শুরুটা হওয়ার কথা ছিল বিজয়োল্লাসে।তার বদলে ম্যাককার্থিকে দেখতে হল দলীয় সহকর্মীদের বিদ্রোহ, আর নিজে এমন রেকর্ডে জড়ালেন, যেখানে ভবিষ্যতেও কেউ তার সঙ্গী হতে চাইবে না।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এ সাংসদ মঙ্গলবার স্পিকার নির্বাচনের তিনটি ভোটে হেরেছেন।বুধবার নিম্নকক্ষের অধিবেশন বসলে ফের নির্বাচন হবে, তাতে জিততে তিনি কী পথ বেছে নিতে পারেন তাও অজানা। নতুন স্পিকার ঠিক না হওয়া পর্যন্ত প্রতিনিধি পরিষদ অন্য কোনো কাজ করতে পারবে না, সে কারণে কেউ একজন তার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ না দেওয়া পর্যন্ত নিম্নকক্ষকে একের পর এক ভোটের ভেতর দিয়েই যেতে হবে। সূত্র: বিডি নিউজ

দিল্লিতে তরুণীকে গাড়ির নিচে হিঁচড়ে নিয়ে গেল একদল মদ্যপ যুবক

ভারতের রাজধানীতে ইংরেজি নতুন বছরের রাতে কুড়ি বছরের এক তরুণীকে গাড়ির নিচে প্রায় দশ-বারো কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলার পর স্তম্ভিত দিল্লিবাসী প্রতিবাদে ফেটে পড়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই গাড়ির চালক ও আরোহী – যারা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন – তারা নাকি বুঝতেই পারেননি তাদের গাড়ির তলায় কিছু চলে এসেছে। তারা ভেবেছিলেন, “খারাপ রাস্তায় বাম্পের জন্য গাড়ি ওরকম লাফাচ্ছে!” ওই গাড়ির চালক-সহ মোট পাঁচজন আরোহীকেই পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে – যারা জেরার মুখে স্বীকার করেছেন ওই তরুণীর ক্ষতবিক্ষত দেহ গাড়ির নিচে আবিষ্কার করার পর তারা সেটিকে রাস্তায় ফেলেই গাড়ি নিয়ে পালিয়েছিলেন।দিল্লির কানঝাওয়ালা এলাকায় যখন ওই তরুণীর দেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায় তখন তার পরনে কোনও কাপড় ছিল না, পিঠ ও একটা পা-ও ভেঙে দুমড়ে-মুচড়ে গেছে! সূত্র: বিবিসি বাংলা।

বিদেশিরা কানাডায় আর বাড়ি কিনতে পারবে না!

বিশেষ কিছু বিদেশিদের কানাডায় বাড়ি কেনার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। খবর বিবিসির। এই নিষেধাজ্ঞার লক্ষ্য হলো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল আবাসন বাজারগুলোর একটিকে সাশ্রয়ী করতে সহায়তা করা৷এই গ্রীষ্ম পর্যন্ত কানাডায় বাড়িগুলোর গড় দাম ৭,৭৭,২০০ কানাডিয়ান ডলার বা ৫,৬৮,০০০ মার্কিন ডলার, যা কর দেওয়ার পর কানাডার পরিবারগুলোর গড় আয়ের ১১ গুণেরও বেশি।কেউ কেউ এই নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেছেন, এটি কানাডার হাউজিং মার্কেটে কী প্রভাব ফেলবে তা স্পষ্ট নয়।
অন্টারিও এবং ব্রিটিশ কলাম্বিয়ার বাড়ির মালিকদের মধ্যে নন-কানাডিয়ান বাসিন্দাদের হার ৬ শতাংশেরও কম, যেখানে জাতীয় পরিসংখ্যান অনুযায়ী বাড়ির দাম সবচেয়ে বেশি।কানাডার নাগরিক অথবা স্থায়ী বাসিন্দা নন তাদের ওপর ১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞাটি কার্যকর হবে। এবং যারা এটি লঙ্ঘন করবেন তাদের ওপর ১০ হাজার কানাডিয়ান ডলার জরিমানা আরোপ করা হবে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।