অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিংহ আর নেই
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ সিংহ পরলোক গমন করেছেন। শনিবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৫টায় হৃদরোগ আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার উসাউথওয়েলস হাসপাতালে মারা যান তিনি।
এর আগে গত বুধবার প্রদ্যুৎ সিংহ তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে সিডনির প্রিন্স অবওয়েলস হাসপাতালে নেওয়া হয়। সেদিন থেকেই তিনি হাসপাতালের ইন্টেন্সিভকেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে ছিলেন।


এদিকে তার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বাঙালি সমাজে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে মেলবোর্ন ও সিডনিসহ অস্ট্রেলিয়ার অন্যান্য প্রদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন শোক প্রকাশ করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সম্পাদক প্রদ্যুতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক বলেন, চুন্নুর প্রয়াণে বাংলাদেশ আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো।
মেলবোর্ন আওয়ামী লীগের সভাপতি ড. মাহবুব আলম বলেন, বর্তমান সময়ে তার মত আওয়ামী নিবেদিত নেতার খুবই দরকার। অস্ট্রেলিয়ার বাঙালি সমাজে তার অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে।