আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
নতুন বইয়ে শিশুদের উৎসব
নতুন বছরের শুরুর দিনই সারা দেশে একযোগে বই পেল শিশুরা। শীতের সকালে নতুন বইয়ের ঘ্রাণে মেতে ওঠে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা। আপন মনে বইয়ের পৃষ্ঠা উল্টেপাল্টে দেখছিল শিশুরা। তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো।
রাজধানী ঢাকাসহ দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সব বই না পৌঁছালেও উৎসবে কমতি ছিল না। শিশুরা নাচগান, আবৃত্তি আর উল্লাসে রঙিন করে তোলে উৎসব। গতকাল রবিবার সারা দেশে একযোগে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ২০২৩ শিক্ষাবর্ষের বই বিতরণের মাধ্যমে পালিত হয় বই উৎসব। পৃথকভাবে আয়োজন করা হয়েছিল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠান। গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই বিতরণ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। সকাল ১০টায় এসব অনুষ্ঠান শুরু হয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, নতুন বই যেভাবে শিশুদের আনন্দিত, উজ্জীবিত ও অনুপ্রাণিত করে, সেই অনুপ্রেরণায় আজকের শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়েবে। বই শিশুকে বিমুগ্ধ ও বিমোহিত করে, বইয়ের ঘ্রাণ শিশুকে কৌতূহলী করে তোলে। শিশুর মনোজগতের এ আবেগকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১০ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শতভাগ নতুন পাঠ্য বই বিতরণ করা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ


২০২৩ সালের অর্থনীতি কেমন হবে, বাংলাদেশ কেমন করবে
মার্টিন উলফ লন্ডনভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রধান অর্থনৈতিক বিশ্লেষক। তাঁকে বলা হয়েছিল, মাত্র তিনটি শব্দ ব্যবহার করে ২০২২ সালের অর্থনীতিকে বর্ণনা করতে হবে। মার্টিন বলেছিলেন, যুদ্ধ, মূল্যস্ফীতি ও জ্বালানিসংকটের ধাক্কা। এই তিন সংকটই কি একই রকম থাকবে নতুন বছরেও। তাহলে কেমন যাবে ২০২৩? সংকট কেটে যাওয়ার লক্ষণ কতটা? বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ, মূল্যস্ফীতি এবং জ্বালানিসংকটের প্রভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি সংকুচিত হবে। দেখা দেবে অর্থনীতির মন্দা। নতুন বছরে আরেকটি ঘটনা ঘটবে। তিন বছর বিরতির পর অর্থনীতিতে প্রবেশ করছে চীন। তারা সরে এসেছে ‘জিরো কোভিড’ নীতি থেকে। নতুন বছরে চীনের অংশগ্রহণের প্রভাব থাকবে বিশ্ব অর্থনীতিতে। অনেকেই মনে করছেন, এতে অর্থনীতি লাভবান হবে। আবার চীনের মাধ্যমে নতুন করে কোভিড ছড়িয়ে পড়ার আশঙ্কাও আছে। তাহলে এটাই হবে নতুন বছরের সবচেয়ে খারাপ ঘটনা। সূত্র: প্রথম আলো
‘উজ্জীবিত’ নেতাকর্মীকে চাঙ্গা রাখার কৌশল বিএনপির
হামলা-মামলা ও গণহারে গ্রেপ্তার সত্ত্বেও সরকার পতনের দাবিতে ধারাবাহিক কর্মসূচির সফলতায় বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ‘উজ্জীবিত’ বলে দলটির হাইকমান্ড মনে করছে। তাঁদের এ চাঙ্গাভাব ধরে রাখতে আজ সোমবার থেকে জেলা সফরে যাচ্ছেন কেন্দ্রীয় নেতারা। সেখানে তাঁরা নেতাকর্মীর সঙ্গে মতবিনিময় করবেন। দেবেন বিভিন্ন দিকনির্দেশনা। দলের ঘোষিত ২৭ দফা রূপরেখা ও সরকারবিরোধী আন্দোলনের ১০ দফা দাবির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। এতে প্রত্যেক নেতাকর্মী কর্মসূচি বাস্তবায়নে আরও সচেষ্ট হবেন বলে দলের নীতিনির্ধারকরা মনে করছেন।বিএনপির দাবির পক্ষে জনমত তৈরির পাশাপাশি সরকারবিরোধী বৃহৎ ঐক্য গড়ে তুলতে এবং যুগপৎ আন্দোলনের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক বৈঠকও শুরু করেনে দলের নেতারা। এর অংশ হিসেবে আজ সোমবার বিকেলে মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরামের সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির নেতারা বৈঠক করবেন।বিএনপি নেতারা জানান, সরকার পতনের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যুগপৎ আন্দোলনের ‘শুভ সূচনায়’ আশাবাদী তাঁরা। বিশেষ করে গত ৩০ ডিসেম্বর সরকারবিরোধী গণমিছিলে জনসম্পৃক্ততা ও নেতাকর্মীর ঢল সবাইকে আশান্বিত করেছে। বিএনপি নেতারা জানান, বিএনপির চলমান আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীর পাশে দাঁড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছে দলটি। এরই মধ্যে আন্দোলনে নিহতদের পরিবারের আজীবন দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া শেষ করা হয়েছে। পাশাপাশি আহতদের পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করা হচ্ছে। কারাবন্দি নেতাকর্মীর পরিবারের পাশেও দাঁড়িয়েছে দলের হাইকমান্ড। প্রত্যেক নেতার বাসায় দলের কেন্দ্রীয় নেতাদের পাঠিয়ে তাঁদের সুবিধা-অসুবিধার খোঁজ নিচ্ছেন। মামলা পরিচালনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিনা পয়সায় তাঁদের মামলা পরিচালনা করা হচ্ছে। সূত্র; সমকাল
বাংলাদেশের পাটজাত পণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ আরো ৫ বছর বাড়াল ভারত
বাংলাদেশের পাটজাত পণ্যে আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ পাঁচ বছর বাড়িয়েছে ভারত। গত ৩০ ডিসেম্বর এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশটির অর্থ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশের উৎপাদকদের পাটপণ্য রফতানিতে ভিন্ন ভিন্ন হারে শুল্ক প্রযোজ্য হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এ সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এ শুল্ক, যা ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ থেকে পাটপণ্য রফতানির ক্ষেত্রে পাঁচ বছর মেয়াদে প্রতি টনে ১৯ দশমিক ৩০ থেকে ৩৫১ দশমিক ৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে ভারত। গত ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হওয়ার একদিন আগে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন করে মেয়াদ বাড়ানো হয়। সূত্র: বণিক বার্তা ।
সীমান্তে হত্যা: শরীরে গুলি-আঘাত, মেলে না জবাব
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার এক দিন পর গত শনিবার বছরের শেষ দিনেও সিলেটে আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সীমান্তে বাংলাদেশিদের ওপর বিএসএফের গুলি করাতে আর যেন কোনো রাখঢাক নেই। কারণে-অকারণে সীমান্তে গুলিবিদ্ধ হচ্ছেন অনেকে। কাউকে আবার শূন্যরেখা থেকে তুলে নিয়ে করা হচ্ছে অমানবিক শারীরিক নির্যাতন। দুই দেশের মধ্যে কয়েক বছর ধরে রাষ্ট্রীয় পর্যায়ে সীমান্তহত্যা শূন্যের কোঠায় নামানোর ওপর গুরুত্ব দেয়া হলেও তাতে লাভ হচ্ছে না। উল্টো বাংলাদেশিদের অপরাধী হিসেবে তুলে ধরা হচ্ছে। সূত্র: দৈনিক বাংলা।
ই-টিকিটে ভাড়া আদায়ে অনীহা
রাজধানীর গণপরিবহনে নৈরাজ্য, বেশি ভাড়া আদায়, দূরত্ব উল্লেখ নেই
রাজধানীর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে কিছু বাসে ই-টিকিট চালু করেছে পরিবহন মালিক সমিতি। কিন্তু তিন মাস না যেতেই নানা সমস্যা ও অভিযোগ পিছু ছাড়ছে না। ই-টিকিটের শুরুর দিকে স্টপেজে টিকিট কেটে বাসে ওঠার নিয়ম ছিল। সেখানে অনেক যাত্রী টিকিট না কেটে বাসে চলাচল করতেন। পরে মালিক সমিতি এই নিয়ম পরিবর্তন করে চালকের সহকারীর কাছ থেকে টিকিট নেওয়ার পদ্ধতি চালু করে। এই নিয়ম কিছুদিন চালু থাকলেও এখন ই-টিকিটে ভাড়া আদায়ে অনীহা দেখাচ্ছেন চালকরাই। আগের মতো টিকিট ছাড়াই ভাড়া আদায় করতে দেখা যাচ্ছে তাদের। একই সঙ্গে টিকিটে টাকার কথা থাকলেও দূরত্ব কতটুকু তা উল্লেখ নেই। আবার কোথাও দূরত্ব যতটুকু এর চেয়ে ভাড়া কয়েক গুণ বেশি আদায় হচ্ছে ই-টিকিটে। রাজধানীতে অতিরিক্ত বাস ভাড়া আদায় নিয়ে অভিযোগের কারণে তা নিরসনে ই-টিকিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ২২ সেপ্টেম্বর সরকার-নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে পরীক্ষামূলকভাবে চারটি পরিবহন কোম্পানিতে ই-টিকিটিং চালু হয়। বর্তমানে ৩০টি কোম্পানির বিভিন্ন রুটে এই ই-টিকিটিং ব্যবস্থা চালু রয়েছে। এতে সরকার-নির্ধারিত হারে একজন যাত্রী যত কিলোমিটার যাবেন, তিনি ঠিক তত দূরত্বের জন্য ভাড়া দেবেন। সূত্র: বিডি প্রতিদিন।
শহুরে দারিদ্র্য: নতুন বছরের প্রত্যাশা, কীভাবে হতে পারে সমাধান
রোববার নতুন বছরের প্রথম প্রহরে নানা রঙের আতশবাজি, ফানুস আর রাতভর ডিজে পার্টির শব্দে প্রকম্পিত হয়েছিল ঢাকার বাড্ডা ও এর আশেপাশের এলাকা। কিন্তু নতুন বছরের সেই আনন্দের ছিটেফোঁটাও স্পর্শ করেনি ওই এলাকার নিম্ন আয়ের মানুষের জীবনে।কেমন আছেন শহরের খেটে খাওয়া এই মানুষেরা – তা তাদের মুখ থেকে শুনতেই সকাল ৯টার দিকে চলে যাই ভাটারা বস্তিতে।ঘুপচি তিনটি গলির দুই পাশে দশটি করে মোট তিরিশটি ঘর। এতো ছোট একটি জায়গায় গাদাগাদি করে বাস করছে অন্তত ২০০০ মানুষ। “যেকোনো সময় ভাড়া বাড়ায়া দিতে পারে”-সকালে গিয়ে দেখা যায় পুরুষ সদস্যরা ইতিমধ্যে কাজে বেরিয়ে পড়েছেন। বাড়ির নারী সদস্যরা ব্যস্ত হয়ে পড়েছেন ঘরের কাজ সারতে।এই নারীদের অনেকেই আবার আশেপাশের এলাকায় গৃহকর্মীর কাজ করেন। সেই ব্যস্ততার মাঝেও নিজেদের টানাপড়েনের নানা কথা জানান বস্তির বাসিন্দারা। সূত্র: বিবিসি বাংলা।
সাজসজ্জাতেই গেল প্রথম দিন, কোভিড কমায় বাণিজ্য মেলায় ‘কাটতির’ আশা
ঢাকার নিউ মার্কেটের ক্রোকারিজ ব্যবসায়ী আবু সুফিয়ান ষষ্ঠবারের মত বাণিজ্য মেলায় অংশ নিয়েছেন। করোনাভাইরাস আর দূরত্বের কারণে পূর্বাচলের প্রথম মেলা জমবে না ভেবে গতবার অংশ নেননি। তবে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল পরে সেটি মনে হয়েছে তার। সংক্রমণের বিধিনিষেধ ও দূরত্বের বাধা ডিঙিয়েই ২০২২ সালের মেলায় ক্রেতা-দর্শনাথীদের সমাগম ছিল চোখে পড়ার মত। আগেরবারের ভুল ভাঙায় এ ব্যবসায়ীর আশা এবার সংক্রমণ কমে আসায় আরও বেশি মানুষ হবে; আগেরবার না আসার আফসোস কাটবে তার।বিভিন্ন রকমের আচার নিয়ে মেলায় আসা উদ্যোক্তা আব্দুল কাউয়ুমের ভাবনাতেও রয়েছে এবার আরও ভালো কিছু হবে। গতবার বেশ সাড়া পাওয়ায় এবার দুটি স্টল নিয়েছেন তিনি।কোনো ধরনের রাসায়নিক ব্যবহার না করায় তাদের আচার অনেকেই পছন্দ করছেন বলেও জানালেন তিনি। সূত্র: বিডি নিউজ
১৫৮ কোটি টাকা লোপাট, এমডির বিরুদ্ধে ব্যবস্থা জানতে চান হাইকোর্ট
শেয়ারবাজারের চার মিউচুয়াল ফান্ডের ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা নিয়ে ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনের (ইউএফএস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ হামজা আলমগীর দুবাই পালিয়ে যাওয়ার ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সূত্র; দৈনিক আমাদের সময়।
সিলেট জেলা পরিষদ নির্বাচন
টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে প্রার্থীর মামলা!
গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়া জেলা পরিষদ নির্বাচনে হেরে টাকা ফেরত চেয়ে ৬৬ ভোটারের বিরুদ্ধে মামলা করেছেন ৭ নম্বর ওয়ার্ড (গোলাপগঞ্জ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। ওয়ার্ডটি থেকে তিনি সদস্য পদে নির্বাচন করেছিলেন।নির্বাচন হয়ে যাওয়ার প্রায় আড়াই মাস পর রোববার (১ জানুয়ারি) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি মামলাটি করেন। আদালতের বিচারক শাকিলা ফারজানা চৌধুরী সুমু শুনানি শেষে সমূহ আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। জানা গেছে, জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রচারণার সময় অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি দিয়ে এসকল ভোটাররা বিভিন্ন সময় অর্থ কর্জ করেন। কিন্তু অভিযোগ, গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে তারা মুজিবুরকে ভোট দেননি। ফলে তিনি হেরে যান। সূত্র: বাংলানিউজ