একই কৃষককে বারবার ঋণ না দিতে নতুন নির্দেশনা
একই কৃষককে বারবার ঋণ না দেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক থেকে রবিবার (১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।


সার্কুলারে বলা হয়, তবে যৌক্তিক বিবেচনায় একই পরিবারের একাধিক ব্যক্তিকে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা যাবে।
এতে আরও বলা হয়, কৃষি ঋণ বিতরণের পরিধি একই কৃষকের মধ্যে সীমাবদ্ধ না রেখে যাচাই-বাছাই এর মাধ্যমে নতুন কৃষককে অগ্রাধিকার ভিত্তিতে ঋণ দিতে হবে। একইসঙ্গে নতুন কৃষককে কী পরিমাণ ঋণ দেওয়া হয়েছে তা ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে।