আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
৫৪ বছর পর পেলেন হারানো মানিব্যাগ
হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে কার না ভালো লাগে। যদি অনেক বছর আগের হারানো জিনিস পাওয়া যায়, তবে তো বাড়তি আনন্দ। তাই বলে অর্ধশত বছরের বেশি আগে হারানো কিছু ফিরে পাওয়ার কথা কি কেউ ভাবতে পারেন! ফেরত পেলে সেই আনন্দের মাত্রা হবে কতটা, সেটা কি ভাবা যায়! যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এক নারীর সঙ্গে এমন ঘটনাই ঘটেছে। স্কুলজীবনে হারিয়ে ফেলা একটি মানিব্যাগ ৫৪ বছর পর ফিরে পেয়েছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম ইউপিআইয়ের খবর, ওই নারীর নাম শ্যারন ডে। ১৯৬৮ সালে আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিল হাইস্কুলে একটি নাচের অনুষ্ঠানে মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন তিনি। তখন তাঁর বয়স ১৬ বছর। এরপর বহু খুঁজেছেন মানিব্যাগটি। তবে ফিরে পাননি। একপর্যায়ে সেটি পাওয়ার আশা ছেড়ে দেন। সূত্র: প্রথম আলো


দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করবে জাপান
নতুন পরিকল্পনা প্রকাশ
বিশ্ব অর্থনীতির অন্যতম পরাশক্তি জাপান বেশ কয়েকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। ২০৩৫ সালের মধ্যে এগুলো মোতায়েন করা হবে। জাপানি সংবাদ সংস্থা কিয়োদো নিউজের বরাত দিয়ে গতকাল শনিবার প্রকাশিত খবরে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা হবে তিন হাজার কিলোমিটারেরও বেশি। বেশ কয়েক দশক ধরে শান্তিবাদী দেশ হিসেবে পরিচিত জাপান সম্প্রতি উচ্চাভিলাষী সামরিক পরিকল্পনা প্রকাশ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির মিত্র হিসেবে পরাজয়ের জের হিসেবে দেশটি তখন থেকে সামরিক ক্ষেত্রে শান্তির পথে চলে আসছিল। এমন প্রেক্ষাপটে প্রতিরক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ এ পরিকল্পনা সামনে এলো। সূত্র: কালের কণ্ঠ
ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ কয়েকটি নগরীতে বিদায়ী বছরের শেষ দিনে গতকাল তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের মেয়র ভিতালি ক্লিসক গতকাল শনিবার তার টেলিগ্রাম চ্যানলে নগরীর বাসিন্দাদের ‘শেল্টারের ভেতর আশ্রয়’ নেওয়ার অনুরোধ জানান। বলেন, নগরীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অন্তত একজন নিহত হওয়ার খবর দিয়েছেন বলে জানায় বিবিসি। এর মাত্র দুই দিন আগে রাশিয়া ইউক্রেইন জুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এত বৃহৎ আকারে আকাশ হামলা আর দেখা যায়নি। শুক্রবার রাতভর ইরানের তৈরি ১৬টি ড্রোন দিয়ে রাশিয়া ইউক্রেইনে আক্রমণ করেছে বলে জানায় বিবিসি। সেগুলোর মধ্যে সাতটি রাজধানী কিইভে বিস্ফোরিত হয়েছে বলে জানান ইউক্রেইনের কর্মকর্তারা। রাশিয়ার পাঠানো ড্রোনের সবগুলোই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন তারা। সূত্র: বিডি প্রতিদিন।
ভারতের সমীক্ষা
স্বামী-স্ত্রীর সম্পর্ক দুর্বল করছে স্মার্টফোন
প্রযুক্তির উৎকর্ষতা আর সময়ের আবর্তে জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন। ইন্টারনেট, স্মার্টফোন ছাড়া যেন একটি মুহূর্তও চলে না। হাতের ছোট্ট ডিভাইসটি মানুষকে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের অপার সুযোগ করে দিয়েছে বটে, কিন্তু এর বিপরীতে ক্ষতিরও কারণ হচ্ছে। সম্প্রতি ভারতে চালানো একটি মোবাইল ফোন কোম্পানির সমীক্ষায় উঠে এসেছে সে তথ্যই। এতে বলা হয়, অধিকাংশ দম্পতি মনে করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের গভীরতা কমিয়ে দাম্পত্য জীবনে ক্ষতি করছে। খবর ইন্ডিয়া টুডের। স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব কতটা, এ নিয়ে সমীক্ষাটি চালিয়েছে মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভারতের সাইবার মিডিয়া রিসার্চও এর সঙ্গে যুক্ত। দেশটির রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদসহ দেশটির বড় বড় শহরে ওই সমীক্ষা চালানো হয়। এসব এলাকার এক হাজারের বেশি দম্পতিকে স্বামী-স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে স্মার্টফোনের প্রভাব নিয়ে প্রশ্ন করে জবাব নেওয়া হয়। সূত্র: সমকাল
অপ্রয়োজনীয় ব্যয় কমাচ্ছেন ব্রিটিশ ভোক্তারা
মূল্যস্ফীতি আর জ্বালানির উচ্চমূল্যের কারণে যুক্তরাজ্যে বেড়েছে জীবনযাপনের ব্যয়। এ পরিস্থিতিতে নানাভাবে খরচ কমিয়ে জীবনযাপন সহজ করার উপায় খুঁজছেন ব্রিটিশরা। নিরীক্ষা প্রতিষ্ঠান কেপিএমজির এক সমীক্ষা বলছে, চলতি বছর অপ্রয়োজনীয় ও জরুরি নয় এমন খরচ বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির মানুষ। খবর দ্য গার্ডিয়ান। জরিপে অংশ নেয়া ৬১ শতাংশ বাইরে খাওয়া, ছুটির দিনে ঘুরতে যাওয়াসহ অতি জরুরি নয় এমন খরচ কমিয়ে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছেন। জরিপে উঠে এসেছে—বেঁচে থাকার জন্য অতি জরুরি যে খরচ যেমন খাদ্য, জ্বালানি, বিদ্যুৎ এবং বাড়ি ভাড়া বা বাড়ির ঋণ পরিশোধের জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেয়াই কষ্টকর হয়ে পড়েছে। সেই সঙ্গে অর্থনীতির এ অবস্থা আর কতদিন দীর্ঘস্থায়ী হবে, তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ১৯৮০ সালের পর এবারই প্রথম যুক্তরাজ্যে ১০ শতাংশের ওপরে উঠেছে মূল্যস্ফীতি। যুক্তরাজ্যজুড়ে পরিবারগুলো খরচ কমাতে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করেছে, খরচের খাত কমিয়ে আনছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে গ্যাস ও বিদ্যুতের অব্যাহত মূল্যবৃদ্ধির কারণে। তার ওপর দফায় দফায় বাড়ছে অতিপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম। সূত্র: বণিক বার্তা।
করোনার হালনাগাদ তথ্য চীনকে দিতেই হবে: ডব্লিউএইচও
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে চীনফেরত যাত্রীদের ওপর বিভিন্ন দেশের সরকার ‘বৈষম্যমূলক’ বিধিনিষেধ দিচ্ছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অভিযোগ করেছে। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, করোনাভাইরাসে দৈনিক শনাক্ত হওয়ার হালনাগাদ তথ্য বেইজিংকে অবশ্যই প্রকাশ করতে হবে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে তিন বছর ধরে চীনের কর্তৃপক্ষ লকডাউন, লাগাতার পরীক্ষার বাধ্যবাধকতা, সীমান্ত বন্ধ করে রাখার মতো কঠোর বিধিনিষেধ আরোপ করে রেখেছিল। সরকারের ‘জিরো কোভিড পলিসি’র বিরুদ্ধে সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। এরপর কর্তৃপক্ষ ওই বিধিনিষেধ তুলে নেয় এবং তার পর পরই গত কয়েক সপ্তাহে করোনার সংক্রমণ নতুন করে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। দক্ষিণ কোরিয়া ও স্পেন গত শুক্রবার চীনফেরত যাত্রীদের ওপর কড়াকড়ি আরোপ করে। এর আগে যুক্তরাষ্ট্র ও ভারতসহ কয়েকটি দেশ চীন ভ্রমণকারী যাত্রীদের ওপর একই ধরনের বিধিনিষেধ দেয়। বেইজিং থেকে প্রকাশিত রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস গত বৃহস্পতিবার প্রকাশিত এক নিবন্ধে বলেছে, করোনা নিয়ন্ত্রণে চীনের তিন বছরের সফল প্রচেষ্টাকে নস্যাৎ করতে বিভিন্ন দেশ এসব ‘ভিত্তিহীন’ ও ‘বৈষম্যমূলক’ বিধিনিষেধ আরোপ করছে। বেইজিংয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ জানুয়ারি থেকে চীনে প্রবেশের পর কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। সূত্র: দৈনিক বাংলা।
দুর্নীতির দায়ে সু চির বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা, ৩৩ বছরের কারাদণ্ড
সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত শুক্রবার দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করে চূড়ান্ত রায় ঘোষণা করেছেন। রাজনৈতিক বিভিন্ন মামলায় সু চিকে টানা ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একজন আইনি কর্মকর্তা বলেছেন, শুক্রবার শেষ হওয়া ফৌজদারি মামলাটি দুর্নীতিবিরোধী আইনের অধীনে পাঁচটি অপরাধের সঙ্গে জড়িত। মামলায় সু চিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি জানান, এর আগেই সাতটি দুর্নীতির মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এগুলোতে সু চিকে মোট ২৬ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
নববর্ষের প্রথম প্রহরে কিয়েভে ভয়াবহ হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভে নববর্ষের প্রথম প্রহরে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার মধ্যরাতে নববর্ষের প্রথম দুই ঘণ্টা বিমান হামলার সাইরেন বেজেছে কিয়েভসহ গোটা ইউক্রেনজুড়ে। খবর রয়টার্সের। অনেকে নববর্ষের আতশবাজির শব্দ মনে করে ঘরের বেলকনিতে এসে ‘গ্লোরি অব ইউক্রেন! গ্লোরি অব হিরোস’ বলে চিৎকার করতে থাকে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎসকো বলেন, মিসাইল হামলায় একটি গাড়ি উড়ে গেছে। তবে হতাহতের সংখ্যা জানা যায়নি। কিয়েভে মোতায়েন করা ইউক্রেনের সেনাবাহিনীর দাবি, তারা ২৩টি রুশ হামলা প্রতিহত করেছে। সূত্র: যুগান্তর
বিভিন্ন দেশে নতুন বছর ২০২৩ উদযাপন শুরু
বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছর দু’হাজার তেইশ সালের সূচনা উদযাপনের অনুষ্ঠান শুরু হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র টোঙ্গা , সামোয়া এবং কিরিবাসে নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম অনুষ্ঠান হয়। পৃথিবীর একেক প্রান্তে ঘড়ির কাঁটা ভিন্ন ভিন্ন সময়ে মধ্যরাত স্পর্শ করার মাধ্যমে পয়লা জানুয়ারির সূচনা হয়। সে হিসেবে সবার আগে দু’হাজার তেইশ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাস। এর পরে ২০২৩কে স্বাগত জানানো হয় নিউজিল্যান্ড। এ সময় অকল্যান্ড শহরে স্কাই টাওয়ার থেকে আতসবাজি পোড়ানো শুরু হয়। এ অনুষ্ঠান দেখতে হাজার হাজার মানুষের সমাগম হয়। সূত্র: বিবিসি বাংলা।
বছরের শেষ দিনে ইউক্রেইনে রাশিয়ার তীব্র
ইউক্রেইনের রাজধানী কিইভসহ কয়েকটি নগরীতে বছরের শেষ দিনে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। কিইভের মেয়র ভিতালি ক্লিসক শনিবার তার টেলিগ্রাম চ্যানলে নগরীর বাসিন্দাদের ‘শেল্টারের ভেতর আশ্রয়’ নেওয়ার অনুরোধ জানান। বলেন, নগরীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ হয়েছে এবং বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি অন্তত একজন নিহত হওয়ার খবর দিয়েছেন বলে জানায় বিবিসি। এর মাত্র দুই দিন আগে রাশিয়া ইউক্রেইন জুড়ে আকাশ থেকে ব্যাপক হামলা চালায়। গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এত বৃহৎ আকারে আকাশ হামলা আর দেখা যায়নি। সূত্র: বিডি নিউজ