সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।


এর আগে শুক্রবার দিবাগত রাত ১টা থেকে ঘন কুয়াশার কারণে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৩টি ফেরি আটকা পড়ে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে বেশ কিছু যানবাহন আটকে থাকায় চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। সকাল পর্যন্ত ঘাট এলাকায় সৃষ্টি হয় দুই কিলোমিটার যানবাহনের সারি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। কয়েক ঘণ্টা বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অল্প কিছু যানবাহন আটকা পড়েছে। এই রুটে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো: খালেদ নেওয়াজ গণমাধ্যমকে বলেন, “রাত ১টার দিকে হঠাৎ করে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। সে সময় নদীপথ দৃষ্টিসীমার বাইরে চলে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সে সময় কিছু যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগের শিকার হয় চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।”
সারাদিন/৩১ ডিসেম্বর/এমবি