আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

জনসাধারণের জন্য খুলে দেওয়া হল মেট্রোরেল

জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বহুল প্রত্যাশিত ঢাকা মেট্রোরেল। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর, আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ৮টা থেকে আগারগাঁও-উত্তরা এবং উত্তরা-আগারগাঁও রুটে চলাচল শুরু করেছে মেট্রোরেল।আগারগাঁও স্টেশনে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে যাত্রীদের ট্রেনে উঠতে দেখা যায়। প্রথম দিনের যাত্রীদের অনেকেই অফিসে যাচ্ছেন, আবার অনেকেই পরিবারের সঙ্গে দেশের প্রথম মেট্রো পরিষেবার অভিজ্ঞতা নিতে এসেছেন।এর আগে, বুধবার উত্তরা-১৫ নম্বর সেক্টরের খেলার মাঠ থেকে মেট্রোরেল প্রকল্পের প্রথম ধাপের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকিট কেটে ছোটবোন শেখ রেহানাসহ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে প্রথম অফিসিয়াল রাইড নেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষ্যে তিনি একটি স্মারক ডাকটিকিট ও একটি নোটও উন্মোচন করেন। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

মেট্রোরেলের টিকিট ভেন্ডিং মেশিনের সার্ভারে ত্রুটি, হাতে বিক্রি

মেট্রোরেলের উত্তরা ও আগারগাঁওয়ে তিনটি তিনটি করে ছয়টি ভেন্ডিং মেশিন (ডিজিটাল টিকিট বুথ) সকাল ৮টায় চালু হয়। কিছুক্ষণ পর থেকেই সমস্যা দেখা দিতে শুরু করে। পরে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে সবগুলো বুথে সার্ভারে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সবগুলো বন্ধ হয়ে যায়। পরে হাতে হাতে অর্থাৎ ম্যানুয়ালি টিকিট বিতরণ শুরু হয়।আগারগাঁও এবং উত্তরার দিয়াবাড়িতে দুই স্টেশনে দুটি করে ম্যানুয়াল বুথে টিকিট বিক্রি চালু হয়। সেখান থেকে টিকিট সংগ্রহ করে যাত্রীরা মেট্রোরেলে ভ্রমণ করেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জিএম (অপারেশন) ইফতিখার হোসেন সমকালকে বলেন, ‘আজ একসঙ্গে অনেকজন টিকিটের জন্য চেষ্টা করছে, তাই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি, সার্ভিস বাড়ানোর জন্য। নতুন জিনিস সাময়িক প্রথমে একটু সমস্যা হয়। একটি সিস্টেম এডাপ্ট করতে সময় লাগে।’ সূত্র: সমকাল

ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল
গ্যাস সংকটে কারখানা লে-অফ করতে চান শিল্পোদ্যোক্তারা

শিল্প অধ্যুষিত অঞ্চল ময়মনসিংহের ভালুকার অন্যতম বড় কারখানা বস্ত্র খাতের এক্সপেরিয়েন্স টেক্সটাইল লিমিটেড। গ্যাস সংকটে ছয় মাস ধরে উৎপাদন নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে পারছে না কারখানাটি। গত তিন মাসে এ সমস্যা আরো বেড়েছে। বর্তমানে সন্ধ্যা ৬টার পর কারখানায় গ্যাসের চাপ একেবারেই শূন্যে নেমে আসছে। ৬ ডিসেম্বর এ সমস্যার তথ্য জানিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠিয়েছেন কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক। সেখানে বলা হয়েছে, গ্যাসের সমস্যা এমন পর্যায়ে এসেছে যে কারখানা লে-অফ (সাময়িকভাবে উৎপাদন বন্ধ থাকার দরুন শ্রমিকদের কর্ম অব্যাহতি) ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছে না কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিপাকে পড়তে পারেন কারখানার ছয় হাজার কর্মী। শুধু এক্সপেরিয়েন্স টেক্সটাইল নয়, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল উপজেলার অনেক কারখানায় এখন গ্যাসের সংকট মারাত্মক আকার। এর মধ্যে তিতাসের ভালুকা স্টেশনের অধীনে গ্যাসের গ্রাহক শিল্পপ্রতিষ্ঠান আছে ৫৭টি। কারখানাগুলোর প্রতিটিতেই গ্যাসের চাপ শূন্য হওয়ায় উৎপাদন পুরোপুরি বন্ধের উপক্রম হয়েছে। সূত্র: বণিক বার্তা।

Nagad

রেস্তোরাঁয় রোবটের ব্যবহার, কর্মীদের কী বার্তা দিচ্ছে

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় রেস্তোরাঁগুলোর একটি চিপোটল মেক্সিকান গ্রিল তাদের একটি শাখায় রোবটের মাধ্যমে টর্টিলা চিপস তৈরির পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। সুইটগ্রিন নামের আরেকটি রেস্তোরাঁ তাদের দুটি শাখায় স্বয়ংক্রিয়ভাবে সালাদ তৈরিতে রোবট ব্যবহার করছে। আর অপর রেস্তোরাঁ স্টারবাকস রোবটের মাধ্যমে কফি তৈরি করছে। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে অটোমেশনের প্রভাবে নানা শিল্পে চাকরি হারানোর কথা জোরেশোরে এখন আলোচনায়। ঠিক এমন এক সময়ে রেস্তোরাঁগুলোর অটোমেশনের এই বার্তা খাবারের দোকানে কর্মরত শ্রমিকদের নতুন করে চিন্তায় ফেলেছে। এখন দেখার বিষয়, রোবটের মাধ্যমে বাস্তবে খাবার–দাবার তৈরি কতটা বাস্তবসম্মত। যদি সেই চেষ্টা সফল হয় তাহলে রেস্তোরাঁ কর্মীদের চাকরিতে কী প্রভাব পড়বে তা এখন দেখার বিষয়। বৈশ্বিক গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর রেস্তোরাঁশিল্পে রোবটের ব্যবহার এ খাতে ঝাঁকুনি তৈরি করেছে। সূত্র: প্রথম আলো

উন্নয়নের মুকুটে আরেকটি পালক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় আরেকটি পালক দিতে পারলাম, ঢাকাবাসীর জন্য আরেকটি পালক সংযোজন করতে পারলাম। ’ তিনি গতকাল সকালে দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করে এ কথা বলেন।রাজধানীর যোগাযোগব্যবস্থা সহজ করতে দেশে প্রথমবারের মতো যুক্ত হলো বিদ্যুত্চালিত মেট্রো রেল। গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল প্রকল্পের ১১.৭৩ কিলোমিটার ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর উদ্বোধন করেন।উত্তরা ১৫ নম্বর সেক্টরের মাঠে মেট্রো রেলের উদ্বোধনী ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। এরপর তিনি সেখানে সুধী সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সূত্র: কালের কণ্ঠ

টিকিটেও আধুনিকতার ছোঁয়া

মেট্রোরেলের টিকিটেও আধুনিকতার ছোঁয়া থাকছে। মেট্রোরেলে যাতায়াতে কোনো কাগজের টিকিট থাকবে না। মেট্রোরেল স্টেশন থেকেই কার্ড কিনে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। আজ থেকে স্টেশনে দুই ধরনের কার্ড পাওয়া যাবে। স্থায়ী ও এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে কার্ড সংগ্রহ করা যাবে। এ পথের ভাড়া ৬০ টাকা। তবে ১০ বছর মেয়াদি স্থায়ী কার্ড কিনতে হবে ২০০ টাকা দিয়ে। এ কার্ড দিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনমতো টাকা রিচার্জ করা যাবে। স্থায়ী কার্ড পেতে নিবন্ধন করতে হবে। আজ (২৯ ডিসেম্বর) ডিএমটিসিএলের ওয়েবসাইটে নিবন্ধনের লিঙ্ক দেওয়া হবে। এদিন থেকে নিবন্ধন করা যাবে। নিবন্ধন করতে নিজের নাম, মা-বাবার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মুঠোফোন নম্বর, ইমেইল আইডির প্রয়োজন হবে। সূত্র: বিডি প্রতিদিন।

মেট্রোরেল অর্থনীতির গতি বাড়াবে

বাংলাদেশের মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হলো। পদ্মা সেতুর পর এবার চালু হলো বহুল প্রতীক্ষিত মেট্রোরেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বেলা ১১টা ৪ মিনিটে উত্তরায় উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে উন্মোচন হলো রাজধানীতে যোগাযোগব্যবস্থার নতুন অধ্যায়। রাজধানীর উত্তরা (দিয়াবাড়ি) থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথে মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে, তবে বুধবার উদ্বোধন হয় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের, যার দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার।
উত্তরা-মিরপুর এলাকার সর্পিল রেলপথ, সুদৃশ্য স্টেশন এবং ঝা-ঝকঝকে রাস্তা তাক লাগিয়ে দিচ্ছে চোখে। প্রকল্প বাস্তবায়নকালীন দুর্বিষহ দিন পেছনে ফেলে উচ্ছ্বসিত মানুষ। ইতিহাসের অংশীদার হতে প্রতীক্ষায় ছিল সবাই। ঢাকার গণপরিবহনে নতুন যুগের সূচনা হলো।বিজয় সরণি থেকে পল্লবী পর্যন্ত পরিষ্কার-ঝকঝকে রাস্তা। কেউ হঠাৎ করে এই এলাকায় গেলে চিনতেই পারবেন না। রাজধানীর বড় বড় ফার্নিচারের শোরুম তালতলা, শেওড়াপাড়া-কাজিপাড়া-মিরপুর-১০-এ অবস্থিত। হাতিল, আখতার, পারটেক্স, অটোবিসহ নামি ব্যান্ডের একাধিক শোরুম রয়েছে রাস্তার দুই পাশে। এ ছাড়া অন্য কোম্পানির হাজারের বেশি শোরুম আছে এই এলাকায়। সূত্র: দৈনিক বাংলা।

সুপার স্পেশালাইজড হাসপাতাল : ১৮৪ কোটি টাকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল পূর্ণাঙ্গরূপে চালু করতে ১৮৪ কোটি ৯২ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ জানুয়ারি ২০২৩ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হবে। তবে বরাদ্দ দেওয়ার আগে বেশকিছু তথ্য চেয়ে বিএসএমএমইউর ভিসিকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব (বাজেট শাখা) মো. শহীদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বিএসএমএমইউতে সুপার স্পেশালাইজড হাসপাতালের অবকাঠামো নির্মাণ হলেও পূর্ণাঙ্গরূপে চালু ও পরিচালনা করতে ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য ১৮৪ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকা ২০২২-২৩ অর্থবছরে বিশেষ বরাদ্দ প্রদানের জন্য বেশকিছু তথ্য পাঠানোর অনুরোধ করা গেল। সূত্র: কাল বেলা।

মেঘনা নদীতে তেলবাহী জাহাজ চার দিনেও উদ্ধার হয়নি, উদ্বেগ ইলিশ অভয়ারণ্য নিয়ে

বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় জেলায় ভোলায় মেঘনা নদীতে প্রায় এগার লাখ লিটার জ্বালানি তেলসহ ডুবে যাওয়ার চারদিন পর জাহাজটিকে টেনে তোলার কার্যক্রম শুরু হয়েছে।জাহাজটি দ্রুত উদ্ধার কিংবা জাহাজে থাকা জ্বালানি তেল অপসারণ না করা হলে ইলিশ মাছের অভয়ারণ্যের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে বলে মনে করা হচ্ছে।বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড জানিয়েছেন বুধবার বিকেলে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছানোর পর এখন জাহাজটি টেনে তোলার জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে। কোস্ট গার্ডের একটি দল নদীতে ছড়িয়ে পড়া তেল অপসারণে কাজ করেছিলো গত দুদিন ধরেই। তবে জাহাজটিতে অক্ষত ট্যাংকারগুলোতে থাকা তেল কোনোভাবে বেরিয়ে আসলে নদীর জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশংকা করা হচ্ছে। আবার জাহাজটি ওপরে না ওঠানোর কারণে ঠিক কী পরিমাণ নদীতে ছড়িয়ে সে সম্পর্কেও কার্যত কোনো ধারণা করতে পারছে না সংশ্লিষ্টরা। পাশাপাশি জোয়ার ভাটার কারণে জাহাজ থেকে বেরিয়ে পড়া তেল দ্রুতই সমুদ্রের দিকে চলে যাচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।

 

৫ জেলায় শৈত্যপ্রবাহ

দেশের পাঁচটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যা অব্যাহত থকতে পারে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।বজলুর রশিদ জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, নীলফামারী এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার, সন্দ্বীপ ও চট্টগ্রামে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সূত্র: ঢাকা পোস্ট