আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

ভারতীয় সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানে ১৮ শিশুর মৃত্যু

ভারতীয় ওষুধ কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের তৈরি সিরাপ খাওয়ার পর উজবেকিস্তানের অন্তত ১৮ শিশু মারা গেছে। ঠান্ডা ও কফের চিকিৎসায় সিরাপটি সেবনের পর শিশুদের মৃত্যু হয় বলে জানায় উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া’র।মঙ্গলবার উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২১ শিশু ‘ডক-১ ম্যাক্স’ নামের সিরাপটি সেবনের পর মারাত্মক শ্বাসকষ্টে ভুগতে থাকে। এদের মধ্যে ১৮ জন মারা যায়। সিরাপটির এক ব্যাচে বিষক্রিয়াকারী উপাদান ইথিলিন গ্লাইকোল ছিল। তবে নিহত শিশুরা সবাই একই ব্যাচের সিরাপ সেবন করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। উজবেকিস্তানের ওইসব শিশুকে চিকিৎকের পরামর্শে সিরাপটি দেওয়া হয়নি। পরিবারের লোকজনের ইচ্ছায় এবং ওষুদের দোকানির পরামর্শে শিশুদের সিরাপটি দেওয়া হয় এবং পরিমাণে বেশিও খাওয়ানো হয়। সূত্র: সমকাল

বিশ্বজুড়ে দুর্বল চাহিদা
টানা তৃতীয় মাসে জাপানের শিল্পোত্পাদন নিম্নমুখী

জাপানের শিল্পোত্পাদনে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। নভেম্বরে দেশটির কারখানাগুলোর উত্পাদন টানা তৃতীয় মাসের মতো সংকুচিত হয়েছে। বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কার মধ্যে দেশ ও দেশের বাইরে দুর্বল চাহিদা জাপানের শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। আবার মূল্যস্ফীতি মোকাবেলায় কর্মীদের বেতন বাড়ানোর জন্য চাপের মুখোমুখি হয়েছে উত্পাদন খাতের প্রতিষ্ঠানগুলো। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির মহামারী-পরবর্তী পুনরুদ্ধারের জন্যও মজুরি বাড়ানোর পদক্ষেপকে অপরিহার্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স। জাপানভিত্তিক থিংক ট্যাংক সোমপো ইনস্টিটিউট প্লাসের অর্থনীতিবিদ মাসাতো কোইকে বলেন, বিশ্বজুড়ে সুদের হার বৃদ্ধি, অর্থনীতিতে ধীরগতি ও মূলধন ব্যয়ের নিম্নমুখী প্রবণতার প্রভাব বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পৌঁছেছে। বছরের শেষ তিন মাসে জাপানের উত্পাদন ব্যাপকভাবে দুর্বল রয়ে গিয়েছে। সূত্র: বণিক বার্তা।

ইউক্রেনে যুদ্ধরত রাশিয়ান সেনারা বিনামূল্যে তাদের শুক্রাণু সংরক্ষণ করতে পারবেন

ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ান সৈন্যরা বিনামূল্যে ‘স্পার্ম ফ্রিজিং’-এর মাধ্যমে তাদের শুক্রাণু ক্রায়োব্যাংকে সংরক্ষণ করতে পারবেন।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। রাশিয়ান ইউনিয়নস অব লইয়ার্স-এর প্রেসিডেন্ট ইগর ত্রুনভ জানিয়েছেন, ‘আংশিক মোবিলাইজেশনের অংশ হিসেবে যেসব পরিবার থেকে সামরিক সেবার জন্য সদস্য নেওয়া হয়েছে, তারা প্রজনন সেবা ও জৈবিক উপাদানগুলো ক্রায়োব্যাংকে সংরক্ষণের বিনামূল্যের সুবিধা পাবেন।’ ত্রুনভ জানিয়েছেন, যুদ্ধে অংশ নেওয়া ব্যক্তিদের বিনামূল্যে প্রজনন সেবা দেওয়ার জন্য হেলথ ইনস্যুরেন্স তৈরি ও জিনগত উপাদান সংরক্ষণের জন্য ক্রায়োব্যাংকে তৈরির বিষয়ে এক অনুরোধে সাড়া দিয়েছে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।২০২২-২০২৪ সালে বিশেষ সামরিক অভিযানে অংশ নেওয়া এ নাগরিকদের শুক্রাণু সংরক্ষণের জন্য ফেডারেল বাজেট থেকে অর্থ গ্রহণ করে প্রকল্পটি পরিচালনা সম্ভব বলে সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।গত নভেম্বরে একজন মার্কিন সামরিক প্রধান জানিয়েছিলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এক লাখের বেশি সেনা নিহত বা আহত হয়েছেন। ইউক্রেনের ক্ষেত্রেও সংখ্যাটি একই। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

Nagad

৮ মাসে ৪৬ কেজি ওজন কমিয়ে পুরস্কার পেলেন দিল্লির পুলিশকর্তা

আট মাসে ৪৬ কেজি ওজন কমিয়েছেন ভারতের দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। এ জন্য তাঁকে তাঁর ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পুরস্কৃত করেছেন। খবর এনডিটিভির। ওজন কমিয়ে পুরস্কার পাওয়া পুলিশ কর্মকর্তার নাম জিতেন্দ্র মনি। তিনি দিল্লি মেট্রো পুলিশের ডেপুটি কমিশনার (ডিসিপি)। তাঁর ওজন ছিল ১৩০ কেজি। এখন তা কমে দাঁড়িয়েছে ৮৪ কেজি।মাত্রাতিরিক্ত ওজনের কারণে জিতেন্দ্র একাধিক স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাত্রাতিরিক্ত কোলেস্টেরল প্রভৃতি সমস্যা তাঁর স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। একপর্যায়ে জিতেন্দ্র তাঁর ওজন কমানোর সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি তাঁর জীবনযাত্রার অভ্যাসে আমূল পরিবর্তন আনেন।জিতেন্দ্র প্রতিদিন ১৫ হাজার কদম হাঁটা শুরু করেন। পাশাপাশি তিনি স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করেন। সূত্র: প্রথম আলো

রাশিয়ার গোলার মুখে খেরসন ছাড়ছে মানুষ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

রাশিয়ার বাহিনীর তীব্র গোলা ও বোমাবর্ষণের মুখে খেরসন ছাড়ছে বহু ইউক্রেনীয় পরিবার। কিছুদিন আগে রাশিয়ার সেনাদের দখল থেকে উদ্ধার করা শহরটির বাসিন্দারা বলছে, আগে সেখানে প্রতিদিন সাত থেকে আটবার বোমাবর্ষণ হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ বারে। ফলে তারা নিরাপদ বোধ করছে না।খেরসন রেলস্টেশনের বিশ্রামের কক্ষে গতকাল বুধবার দেখা যায় শহর ত্যাগে উন্মুখ মানুষের ভিড়।এ সময় তাদের বিদায় নিতে বা বিদায় জানাতে দেখা যায়। শুধু বড়দিন থেকে এ পর্যন্ত কয়েক শ মানুষ খেরসন ছেড়েছে, যা তুলনামূলকভাবে জনবিরল দেশটিতে একটি উল্লেখযোগ্য সংখ্যা।গত মাসেই খেরসনের চিত্র ছিল ভিন্ন। সেখানে ছিল উৎসবের আমেজ। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর দ্বিতীয় দিনেই রাশিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। অনেক দিন পর ইউক্রেনের সফল পাল্টা আক্রমণের মুখে ১১ নভেম্বর শহরটি ছেড়ে দিনিপ্রো নদীর অন্য পারে চলে যায় রুশ সেনারা। খেরসন মুক্ত হওয়ায় উল্লাসে মাতে ইউক্রেনীয়রা। তবে নদীর পূর্ব পার থেকে শহরে বিক্ষিপ্ত হামলা চালিয়ে যেতে থাকে রাশিয়ার বাহিনী। এই নদী হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ ইউক্রেন রণাঙ্গনের সীমান্ত। সূত্র: কালের কণ্ঠ

ইউক্রেন দখলে ফের মরিয়া রাশিয়া
ইউক্রেনমুখী শত শত ট্যাঙ্ক

ইউক্রেনে গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর রাশিয়া দেশটির অধিকাংশ এলাকা দখল করে নেয়। কিন্তু সে এলাকাগুলো বেশি দিন ধরে রাখেনি। এরই মধ্যে উল্লেখযোগ্য এলাকা ছিল খেরসন, স্নেক আইল্যান্ড, খারকভ। রাশিয়া এগুলো ছেড়ে দেওয়ার পর তা ফেল দখলে নেয় ইউক্রেন। এরমধ্যে দোনেৎস্ক ও লুহান্সকেও বেশকিছু জমি খুইয়েছে রাশিয়া। তবে এবার হারানো জমি ফিরে পেতে মরিয়া মস্কো বলে খবর। আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে এবার ইউক্রেনের উদ্দেশে শয়ে শয়ে ট্যাঙ্ক ও নতুন বাহিনী পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রয়টার্স সূত্রে খবর, গতকাল খেরসনে অন্তত ৩৩টি রকেট হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভের অভিযোগ, মূলত সাধারণ মানুষকে নিশানা করেছে রুশ সেনা। রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণের মুখে বড়দিনের সময় থেকে ৪০০’রও বেশি মানুষ খেরসন ছেড়ে গেছে। গত মঙ্গলবার একটি মাতৃসদন হাসপাতালে গোলা হামলায় কেউ আহত না হলেও মানুষের আতঙ্ক বেড়ে গেছে। শত শত মানুষ নিজেরাই পালিয়ে যাচ্ছে। খেরসন থেকে বেরিয়ে যাওয়ার পথের চেকপয়েন্টগুলোতে দেখা যাচ্ছে সারি সারি গাড়ি। সূত্র: বিডি প্রতিদিন।

প্রেসিডেন্টের নিরাপত্তায় রাজধানীর সব পুলিশ
ব্রাজিলে দাঙ্গার শঙ্কা

অক্টোবরে রানঅফে জয়লাভের পর ব্রাজিলে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসেন বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিন দিন পর নতুন বছরের শুরুতেই শপথ গ্রহণ করবেন তিনি। ১ জানুয়ারি তার অভিষেক ঘিরে শুরু হয়েছে হুলুস্থুল কাণ্ড। দেশটির কট্টরপন্থি প্রেসিডেন্ট জাইর বলসোনারেরা সমর্থকদের ভয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে পুরো রাজধানী। ব্রাসিলিয়ায় যত পুলিশ আছে, সবাইকে মোতায়েন করা হবে লুলার অভিষেক নিরাপত্তায়। লুলা প্রশাসনের হবু মন্ত্রীর ভাষায়-শতভাগ পুলিশ! থাকবে সেনাবাহিনীও। লুলার শপথগ্রহণের জন্য পুরো ব্রাসিলিয়া পুলিশ বাহিনী থাকবে মাঠে। সহিংসতার ব্যাপক আশঙ্কার মধ্যে মঙ্গলবার একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অভিষেকেরে দিনে ব্রাসিলিয়ায় কয়েক হাজার লোক অংশগ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাঙ্গা হবে’ আশঙ্কা প্রকাশ করছেন লুলার সমর্থক গোষ্ঠীও। রোববার লুলার হবু নিরাপত্তা মন্ত্রী ফ্লাভিও ডিনো জানান, ‘শুধু প্রেসিডেন্ট নয়, বিদেশি প্রতিনিধি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ফেডারেল ডিস্ট্রিক্টের (ব্রাসিলিয়ার) ১০০ শতাংশ পুলিশ বাহিনীকে একত্রিত করা হবে।’ সূত্র: যুগান্তর ।

জেলেনস্কির ১০ দফা শান্তি প্রস্তাব

আল-জাজিরা গতকাল বুধবার জানায়, জেলেনস্কি গত নভেম্বরে জি২০ সম্মেলনে প্রথমবার তার ১০ দফা শান্তি ফর্মুলার কথা সামনে আনে। এতে তিনি রেডিয়েশন ও পরমাণু নিরাপত্তার কথা বলেছেন। তিনি জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তায় বিশেষ জোর দিয়েছেন। জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রটি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দরিদ্র দেশগুলোয় ইউক্রেনের শস্য রপ্তানির নিশ্চয়তাসহ তার দেশের খাদ্য নিরাপত্তার কথা বলেছেন। জেলেনস্কি তার শান্তি প্রস্তাবে জ্বালানি নিরাপত্তার কথা তুলে ধরেছেন। সেই সঙ্গে যুদ্ধে ক্ষতিগ্রস্ত তার দেশের জ্বালানি বিদ্যুৎ অবকাঠামো পুনর্নির্মাণে সহায়তা দাবি করেছেন। জেলেনস্কি বন্দিবিনিময় ও যেসব ইউক্রেনীয় শিশুদের রাশিয়ায় পাঠানো হয়েছে তাদের আবার দেশে ফেরত পাঠানোর জন্য বলেছেন। শান্তি প্রস্তাবে ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করা এবং জাতিসংঘের সনদের ভিত্তিতে রাশিয়াকে এতে পুনরায় নিশ্চয়তা দেয়ার জন্য বলা হয়েছে। জেলেনস্কি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো সমঝোতায় যেতে রাজি নন বলে স্পষ্ট জানিয়েছেন। প্রসঙ্গত, চলমান যুদ্ধে ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়া দখল করে নিজেদের অংশ বলে ঘোষণা করেছে। জেলেনস্কির শান্তি প্রস্তাবে আরও রয়েছে, ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার, পরিবেশ রক্ষা, সংঘাত নিয়ন্ত্রণ, যুদ্ধাপরাধের বিচার ও যুদ্ধ বন্ধের ঘোষণা। সূত্র: দৈনিক বাংলা।

নায়াগ্রা জলপ্রপাত জমে বরফ

তুষারঝড়ে মারাত্মক বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। পুরো যুক্তরাষ্ট্রই যেন এখন একটি ডিপ ফ্রিজ। বলা হচ্ছে দেশটিতে গত ৫০ বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ তুষারঝড়। বিশ্বখ্যাত নায়াগ্রা জলপ্রপাতও জমে প্রায় বরফ হয়ে গেছে। এরই মাঝে অনেক পর্যটক আসছেন জলপ্রপাতের ভিন্ন রূপ দেখতে। ছবিটি নিউইয়র্ক সীমান্ত থেকে তোলা- সূত্র: কাল বেলা

ইরানে একশ বিক্ষোভকারী এখন মৃত্যুদণ্ডের মুখে, বলছে আইএইচআর

নরওয়েভিত্তিক ইরান হিউম্যান রাইটস (আইএইচআর) নামের একটি সংস্থা বলছে ইরানে চলমান বিক্ষোভে জড়িত থাকার দায়ে কমপক্ষে একশ ব্যক্তিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে বা তাদের বিরুদ্ধে এ ধরণের শাস্তিযোগ্য অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।এদের মধ্যে পাঁচজন নারীও আছেন যারা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঝুঁকিতে আছেন।তবে দেশটিতে আসলে মৃত্যুদণ্ডে দণ্ডিত হওয়ার অপেক্ষায় যারা আছেন, তাদের প্রকৃত সংখ্যা পাওয়া কঠিন। কারণ এসব পরিবারগুলোকে চুপ থাকার জন্য চাপ দেয়া হয়। এ মাসেই দুজনের মৃত্যুদণ্ড কার্যকরও করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোকে এদের বিচারকে ‘প্রহসনের বিচার’ হিসেবে অভিহিত করেছে। সূত্র: বিবিসি বাংলা।