দীর্ঘ প্রতীক্ষার অবসান, মেট্রোরেলে যাতায়াত শুরু
দীর্ঘ প্রতীক্ষার পর দেশে চালু হয়েছে স্বপ্নের মেট্রোরেল। এর মধ্যে দিয়ে স্মার্ট গণপরিবহণের যুগে প্রবেশ করল বাংলাদেশ। বুধবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে সীমিত পরিসরে যাতায়াত করছেন সাধারণ যাত্রীরা।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর আগারগাঁও স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে চড়ে যাচ্ছেন উত্তরা দিয়াবাড়ি স্টেশন পর্যন্ত। প্রাথমিকভাবে এই রুটে মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।


এদিকে সকাল ৮টায় মেট্রোরেল ছাড়ার কথা থাকলেও আজ বৃহস্পতিবার সকালে সময়মতো তা ছাড়েনি। এরপর সকাল সাড়ে ৮টার পর যাত্রীরা প্রবেশ করে টিকিট কাটা শুরু করলে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে যায় টিকিট বিক্রয় মেশিন (ভেন্ডিং মেশিন)। মেশিনের স্ক্রিনে ভেসে ওঠা নির্দেশনায় টিকিট কাটতে অফিসে যোগাযোগ করতে বলা হয়। আর এতেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ যাত্রীদের।
এদিকে জ্যামের ভোগান্তি ছাড়াই কয়েক মিনিটে উত্তরা থেকে আগারগাঁও চলে আসা যাচ্ছে। যানজটের কষ্ট দূর হয়েছে। যাত্রীদের সাথে কথা বলে জানা যাচ্ছে, ‘প্রথমবার মেট্রোরেলে চড়েছি। অনেক ভালো লাগছে।’
সারাদিন. ২৯ ডিসেম্বর.