অনেক আগেই মম-শাহীনের সংসার ভেঙেছে
বিচ্ছেদের দুই বছর পর জানা গেল ‘বিচ্ছেদ’ হয়েছে অভিনেত্রী জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের। তাদের বিয়ে ও সংসার ভাঙা নিয়ে বেশ লুকোচুরি করেছেন। আবার সংসার ভাঙার দুই বছর পর তা প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে প্রকাশ করার পর মম-শিহাব শাহীনের বিয়ের খবর সবাই জানতে পারে। ঠিক এর দুই বছর পর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে তাদের সংসার ভেঙে যায়। এরপর আজ (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে তারা বিবাহবিচ্ছেদের কথা জানান।


বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে মম বলেন, ‘শিহাব শাহীন আমাকে ডিভোর্স দিয়েছেন, এটা সত্য। আমাদের বিচ্ছেদ হয়ে গেছে আরও দুই বছর আগে। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটা বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভান-ভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
বিচ্ছেদের বিষয়ে শিহাব শাহীন বলেন, ‘আমি আসলে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না। কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করে যেতে চাই। তবে আমাদের ডিভোর্স হয়ে গেছে।’
প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমে করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর বিয়ে করেন জাকিয়া বারী মম ও শিহাব শাহীন। এর আগে ২০১০ সালে নির্মাতা এজাজ মুন্নাকে বিয়ে করেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। ২০১৩ সালে মুন্না ও মমর বিচ্ছেদ হয়। মুন্নার আগে হাবিব নামের একজনকে বিয়ে করেছিলেন মম। অন্যদিকে, শিহাব শাহীনেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল।