পিএসজিতেই থাকছেন লিওনেল মেসি
কাতার বিশ্বকাপ চলাকালে গুঞ্জন উঠেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ইন্টার মিয়ামি’তে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি। তবে মেসির বিশ্বকাপ জয় ও পারফরম্যান্স পরিস্থিতি পুরোপুরি পাল্টে দিয়েছে।
গুঞ্জন উড়িয়ে দিয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) সাথে নতুন চুক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ জয় করে দেশে ফিরে উৎসবের মাঝেই পিএসজির সাথে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি।


বুধবার (২১ ডিসেম্বর) ফরাসি গণমাধ্যম লো পারিজিয়াঁ জানিয়েছে, অন্তত ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন ৩৫ বছর বয়সী মেসি। কোনো সূত্রের নাম উল্লেখ না করে তারা লিখেছে, এরই মধ্যে নাকি উভয় পক্ষের মধ্যে চুক্তি হয়ে গেছে।
“পিএসজিতে মেসি অন্তত আরও এক মৌসুম থাকবেন, ডিসেম্বরের শুরুতে বিশ্বকাপের মাঝামাঝি সময়ে এমন একটি চুক্তি করা হয়েছে।”
অবশ্য মেসিকে নিয়ে আগেই আশার কথা শুনিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি বলেছিলেন, তিনি খুব আত্মবিশ্বাসী যে, মেসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সাথেই থাকবেন।
বিশ্বকাপ বিরতির পর আগামী বুধবার লিগ ওয়ানে স্ত্রাসবুরের বিপক্ষে খেলবে লিগ টেবিলে শীর্ষে থাকা ফরাসি ক্লাবটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ গোল করেছেন মেসি। সতীর্থদের ১৪ গোলে রেখেছেন অবদান।
সারাদিন/২২ ডিসেম্বর/এমবি