সায়েদাবাদ থেকে বাস চলাচল শুরু
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন রুটের বাস চলাচল শুরু হয়।
শ্যামলী কাউন্টারের ম্যানেজার সুমন গণমাধ্যমকে বলেন, কিছুক্ষণ আগে (বিকেল ৪টা) কাউন্টার খুললাম। সকাল থেকে তো যাত্রী কম, আর গাড়ি বের করলে ভাঙচুর হয় কি-না সেই আতঙ্কও ছিল। তাই গাড়ি সেভাবে ছাড়া হয়নি। হেড অফিস থেকে এখন কাউন্টার খুলতে বলা হয়েছে। কিছুক্ষণ পর গাড়ি ছাড়তে শুরু করবে।


এর আগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকে যানবাহন চলাচল অনেকটা বন্ধ ছিল। মাঝে মাঝে দুই-একটি গাড়ি চললেও যাত্রীর সংখ্যা ছিল খুবই কম। তবে সকাল থেকেই গাড়ির কাউন্টারগুলো ছিল বন্ধ।
সারাদিন/১০ ডিসেম্বর/এমবি