নায়িকার পায়ে চুমু খেলেন ভারতীয় পরিচালক
নায়িকার পায়ে চুমু খেয়ে আলোচনায় বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচালক রাম গোপাল ভার্মা। সম্প্রতি ‘বিগ বস’ প্রতিযোগী ও অভিনেত্রী আশু রেড্ডির পায়ের কাছে বসে তার পায়ে চুমু খেয়েছেন পরিচালক। আর এই দৃশ্য দেখে হতবাক নেটপাড়া।
মাত্র দুইদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার ছবি পোস্ট করেন রাম গোপাল বার্মা। ছবিতে অভিনেত্রীর পা নিজের কোলে তুলে নিয়ে তাতে চুমু খেতে দেখা যায় পরিচালককে।


সেই ছবির ক্যাপশনে পরিচালক লিখেছেন, “দ্য ডেঞ্জারাস মি উইথ ডাবল ডেঞ্জারাস আশু রেড্ডি।”
তবে পরদিনই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সামনে আনেন গোটা ভিডিওটি, যেটি কিনা একটি সাক্ষাৎকার। তাতে দেখা যায়, ‘ডেঞ্জারাস’ সিনেমার জন্য পরিচালক রামগোপাল ভার্মার সাক্ষাৎকার নিচ্ছিলেন অভিনেত্রী আশু রেড্ডি। আর পরিচালক পুরো সাক্ষাৎকার নায়িকার পায়ের কাছে বসেই দিয়েছেন।
ওই ভিডিওটি সামনে আসতেই এর বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ তুলেছে নেটপাড়া। কেউ কেউ তো লিখেই ফেলেছেন, “কখনও কখনও রামগোপাল ভার্মার জন্য সত্যিই খারাপ লাগে। এক সময়ের সেরা পরিচালক, যার সাথে কাজ করতে অভিনেতারা মুখিয়ে থাকতেন, আর এখন…।”
উল্লেখ্য, আগামী ০৯ ডিসেম্বর (শুক্রবার) রামগোপাল ভার্মা পরিচালিত ‘ডেঞ্জারাস’ সিনেমাটি মুক্তি পাবে।
সারাদিন/০৮ ডিসেম্বর/এমবি