ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের দল ঘোষণা
দীর্ঘ সাত বছর পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এখন ভারতের বিপক্ষে সাদা পোশাকের লড়াই শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) টেস্টের জন্য ১৭ জনের দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে প্রথমবার সুযোগ পেলেন জাকির হাসান। সবশেষ জাতীয় ক্রিকেট লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।


ভারতের ‘এ’ দলের বিপক্ষে চলমান চার দিনের ম্যাচের সিরিজের প্রথমটিতে ১৭৩ রানের ইনিংস খেলেন জাকির। এছাড়া ফিরেছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
চোটের কারণে ওয়ানডে সিারজে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল প্রথম টেস্টেও নেই। সেই সাথে প্রথম টেস্টের দলে নেই মুস্তাফিজুর রহমানও।
আগামী ১৪ ডিসেম্বর প্রথম টেস্ট মাঠে গড়াবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ২২ ডিসেম্বর থেকে বাংলাদেশ ও
ভারতের সেই ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ টেস্ট দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, এনামুল হক।
সারাদিন/০৮ ডিসেম্বর/এমবি