মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। অগ্ন্যুৎপাতের পর আকাশে দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়েছে।
রোববার (০৪ ডিসেম্বর) মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। ইতোমধ্যে অগ্ন্যুৎপাত এলাকা থেকে দূরে থাকার জন্য বাসিন্দাদের সতর্ক করেছে কর্তৃপক্ষ।


লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স’র এক প্রতিবেদনে এইসব খরব জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি (বিপিএনবি) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার (০৪ ডিসেম্বর) রাত ২টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়।
বিপিএনবি জানিয়েছে, লাভা প্রবাহের ঝুঁকির কারণে অগ্ন্যুৎপাত কেন্দ্রের পাঁচ কিলোমিটারের মধ্যে সাধারণ মানুষকে সব ধরনের কাজকর্ম বন্ধ রাখতে বলেছে। এছাড়া নদী থেকে কমপক্ষে ৫০০ মিটার দূরে থাকার নির্দেশনা দিয়েছে তারা, কারণ অগ্ন্যুৎপাতের কারণে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা নদীতে গড়িয়ে যেতে পারে।
বিশাক্ত ধোঁয়া থেকে বাচঁতে মাস্ক পড়ার নির্দেশনা দেয়া হয়েছে, ইতোমধ্যে স্থানীয় বাসিন্দাদের মাস্ক বিতরণ করেছে কর্তৃপক্ষ।
এদিকে, জাপানের আবহাওয়া এজেন্সি জানিয়েছে, অগ্নুৎপাতের পরে সেখানে সুনামির সম্ভাবনা রয়েছে, যা পর্যবেক্ষণ করছে তারা। তবে সুনামির ঝুঁকি নিয়ে জাপানের সতর্কবার্তায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন এজেন্সি।
বিএনপিবি বিবৃতিতে বলেছে, আগ্নেয়গিরির কার্যকলাপ বর্তমানে তৃতীয় স্তরে রয়েছে, যা সর্বোচ্চ স্তরের একধাপ নীচে।
সারাদিন/০৪ ডিসেম্বর/এমবি