বাচা-মরার ম্যাচে লড়বে কারা? কোন মহাদেশের কয় দল?
কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ। এখন ১৬টি দল উঠে এসেছে প্রি-কোয়ার্টার ফাইনালে। বিদায় নিয়েছে ১৬টি দল। আজ থেকেই শুরু চলতি ফিফা বিশ্বকাপের নক আউট খেলা। এবার হারলেই বিদায়। প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনা খেলবে দুই এএফসি-র দেশের বিরুদ্ধে।
শনিবার (০৩ ডিসেম্বর) রাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর আগামী মঙ্গলবার (০৬ ডিসেম্বর) রাতে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে নেইমারের ব্রাজিল।


প্রি-কোয়ার্টারের আটটি ম্যাচের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষক হতে চলেছে পর্তুগাল বনাম সুইজারল্যান্ড ম্যাচ। মরক্কো, জাপানের কাছে বড় কিছুর প্রত্যাশা করা হচ্ছে। এই প্রথম ফুটবল বিশ্বকাপের নক আউট পর্বে ৫টা মহাদেশের দেশেরাই খেলবে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে এই প্রথম দুইটি দেশ নক আউটে খেলবে। ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়া লাতিন আমেরিকার আর কোনও দেশ শেষ ষোলোয় নেই।
আনপ্রেডেক্টিবল বিশ্বকাপ। শুরু থেকেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত চলছে অঘটনের মিছিল। বড় টিমগুলোর সবাই প্রায় হেরেছে। মরুভূমিতে আয়োজিত বিশ্বকাপ যেন মরীচিকা হয়ে উঠেছে কোনও কোনও জায়ান্টদের জন্যই। এরই মধ্যে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, উরুগুয়ে, মেক্সিকোর মতো দলগুলো।
এমনই অবস্থায় আজ (০৩ ডিসেম্বর) শনিবার থেকে শুরু হচ্ছে কাতার বিশ্বকাপের নকআউট পর্ব। প্রতিটি ম্যাচই বাচা-মরার। এখানে একবার পড়ে গেলে উঠে দাঁড়ানোর কোনও সুযোগ নেই। কিছু তারকাখচিত বড় দলের সাথে নতুন কিছু দল উঠে এসেছে লড়াই করে। রয়েছে এশিয়ার তিনটি দেশও। প্রথম দিনই আর্জেন্টিনা নামছে সেমির লক্ষ্যে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় শনিবার (০৩ ডিসেম্বর) রাত রাত ৯টায় নেদারল্যান্ডস-আমেরিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা।
কোন মহাদেশ থেকে নকআউটে কয়টি দল?
ইউরোপ: ৮টি (নেদারল্যান্ডস, ইংল্যান্ড, পোল্যান্ড, ফ্রান্স, স্পেন, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড, পর্তুগাল)।
এশিয়া: ২টি (জাপান, দক্ষিণ কোরিয়া)।
আফ্রিকা: ২টি (সেনেগাল, মরক্কো)।
দক্ষিণ আমেরিকা: ২টি (ব্রাজিল, আর্জেন্টিনা)।
উত্তর আমেরিকা: ১টি (আমেরিকা যুক্তরাষ্ট্র) ওশিয়ানিয়া: ১টি (অস্ট্রেলিয়া)।
প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি:
নেদারল্যান্ডস বনাম আমেরিকা (শনিবার, ৩ ডিসেম্বর, রাত রাত ৯টায়)।
আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া (রোববার, ০৪ ডিসেম্বর, রাত ১টায়)।
ফ্রান্স বনাম পোল্যান্ড (রোববার, ০৪ ডিসেম্বর, রাত রাত ৯টায়)।
জাপান বনাম ক্রোয়েশিয়া (সোমবার, ০৫ ডিসেম্বর, রাত রাত ৯টায়)।
ইংল্যান্ড বনাম সেনেগাল (সোমবার, ০৫ ডিসেম্বর, রাত ১টায়)।
মরক্কো বনাম স্পেন (মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, রাত রাত ৯টায়)।
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (মঙ্গলবার ০৬ ডিসেম্বর, রাত ১টায়)।
পর্তুগাল বনাম সুইজারল্যান্ড (বুধবার, ০৭ ডিসেম্বর, রাত ১টায়)।
টিভিতে কোথায় দেখা যাবে প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ
বাংলাদেশ টেলিভিশন-বিটিভি, টি-স্পোর্টস, জিটিভি, স্পোর্টস ১৮-র এসডি ও এইচডি চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। পাশাপাশি এমটিভি এইচডি-তেও সরাসরি দেখানো হবে খেলা।
সারাদিন/০৩ ডিসেম্বর/এমবি