কাতার বিশ্বকাপ ২০২২:
সৌদির হার, ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পোল্যান্ড
কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সৌদি আরব। কিন্তু পুরো ম্যাচে ভালো খেলেছে সৌদি আরব। কিন্তু গোল আদায় করে নিলো পোল্যান্ড। জিয়েলিনস্কি এবং রবার্ট লেওয়ানডস্কির গোলে সৌদি আরবকে হারালো পোল্যান্ড।
দ্বিতীয়ার্ধেও অসাধারণ খেলেছিল সৌদি আরব। কিন্তু তাদের ভালো খেলা কোনো কাজে আসেনি।


আজ শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে এডুকেশন সিটি স্টেডিয়ামে খেলতে নামে দুদল।
ম্যাচে প্রথমার্ধ সৌদি বল পজিশনে ৬৪ শতাংশ এগিয়ে ছিল। তারা মোট ১৬টি শটও নিয়েছে, যেখানে ৫টি গোলমুখে ছিল। তবে সেখান থেকে কোনো গোল আদায় করে নিতে পারেনি। অন্যদিকে পোলিশরা ৯ শটের ৩টি গোলমুখে রেখে সেখান থেকেই দুটি গোল তুলে নেয়।
শেষ অবধি ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পোল্যান্ড।