ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। টম লাথাম ও কেন উইলিয়ামসনের রেকর্ড জুটিতে এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো নিউজিল্যান্ড।
শুক্রবার (২৬ নভেম্বর) অকল্যান্ডে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে টপ-অর্ডারের তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০৬ রানের বড় সংগ্রহ পায় ভারত।


দুই ওপেনার অধিনায়ক শিখর ধাওয়ান ৭২, শুভমান গিল ৫০ এবং তিন নম্বরে নামা শ্রেয়াস আইয়ার ৮০ রান করেন। বল হাতে নিউজিল্যান্ডের টিম সাউদি-লুকি ফার্গুসন ৩টি করে উইকেট নেন।
৩০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারের মধ্যে ৮৮ রানেই ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর চতুর্থ উইকেটে ১৬৫ বলে অবিচ্ছিন্ন ২২১ রানের জুটি গড়ে উইলিয়ামসন ও লাথাম দলের জয় নিশ্চিত করেছেন।
ওয়ানডেতে নিউজিল্যান্ডের পক্ষে চতুর্থ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। ওয়ানডে ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি তুলে ১৪৫ রানে অপরাজিত থাকেন লাথাম। ১০৪ বল খেলে ১৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। ৭টি চার ও ১টি ছক্কায় ৯৮ বলে অপরাজিত ৯৪ রান করেন উইলিয়ামসন। ম্যাচ সেরা হন লাথাম।
হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল (২৭ নভেম্বর) রোববার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।
সারাদিন/২৬ নভেম্বর/এমবি