জয়পুরহাটে যুবদলের চার নেতাকর্মী গ্রেপ্তার, ১০ ককটেল উদ্ধার
জয়পুরহাটে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহিদুল ইসলাম রাজিবসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ নভেম্বর) রাতে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন- যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিব, যুবদল কর্মী শামীম হোসেন, নুর মোহাম্মদ টিটো ও শফিকুল ইসলাম। পরে এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার (১৯ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি সিরাজুল বলেন, শুক্রবার রাতে জেলা যুবদল নেতা মহিদুল ইসলাম রাজিবের বাড়িতে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক চলছিল, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়।
সিরাজুল ইসলাম আরও বলেন, এই ঘটনায় মামলার পর শনিবার (১৯ নভেম্বর) গ্রেপ্তার যুবদল নেতাকর্মীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাদিন/১৯ নভেম্বর/এমবি