সাকা চৌধুরীর বাড়ি ঘেরাও কর্মসূচি পালিত
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর চট্টগ্রাম শহরের ‘গুডস হিলের’ বাড়ি ঘেরাও করেছে ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ নামে একটি সংগঠন।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নগরীর গণিবেকারি এলাকায় গুডস হিলের সামনে মঞ্চ স্থাপন করে ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। সেখানে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও জামালখান ওয়ার্ড কাউন্সিলল শৈবাল দাশ সুমনসহ অনেকেই অংশ নিয়েছেন।


সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তার বাবাকে শহীদ উপাধি দেওয়ার প্রতিবাদে এই ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।
সম্প্রতি চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশে সাকা চৌধুরীর ছেলে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর দেওয়া বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচি পালনকারীরা গুডস হিলের প্রবেশপথে দেয়ালে লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন কেন্দ্র রাজাকারের বাড়ি’।
উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন সাকা চৌধুরী। একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে ২০১৫ সালের ২২ নভেম্বর তার ফাঁসির রায় কার্যকর হয়।
সারাদিন/২৯ অক্টোবর/এমবি