অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১৫৮ রানের লক্ষ্য দিয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শেষ ওভারে ২০ রান নিয়ে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে তারা।
বাংলাদেশ সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৫ টায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা।


প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা বেশ নড়বড় করছিলো। অজিদের বোলারদের দাপটে তারা এক প্রকার কোঁঠাঁসা হয়েই ছিলো। তবে চোট সারিয়ে এ দিন ওপেন করেন পাথুম নিশঙ্কা। আর তার ব্যাটে ভর করেই খারাপ সময়ে অক্সিজেন পায় শ্রীলঙ্কা।
পাথুম নিশঙ্কা ৪৫ বলে ৪০ রান করেন। এছাড়া ধনঞ্জয় ডি’লিসভা করেন ২৩ বলে ২৬ রান। তবে শ্রীলঙ্কাকে ১৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন চরিথ আশালঙ্কা। ২৫ বলে ৩৮ করে অপরািত থাকেন তিনি। আটে ব্যাট করতে নেমে ৭ বলে অপরাজিত ১৪ রান করেছেন চামিকা করুণারত্নে। বাকিদের অবস্থা তথৈবচ। লঙ্কার আর কোনও ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি।
শেষ ওভারে প্যাট কামিন্স সবচেয়ে বেশি রান দিয়ে বসলেন। ২০তম ওভারে হলো ২০ রান। যার হাত ধরে শ্রীলঙ্কা পার করেছে ১৫০ রানের গণ্ডি। ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান করে তারা। জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ১৫৮ রান।
অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাস্ট অ্যাগার, গ্লেন ম্যাক্সওয়েল একটি করে উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।
সারাদিন/২৫ অক্টোবর/এমবি