ছোটবোনসহ টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
চতুর্থবারের মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে নিজের পৈত্রিক ভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন।
শুক্রবার (৭ অক্টোবর) সকাল সোয়া সাতটায় তাদের গাড়িবহর গণভবন থেকে যাত্রা শুরু করে।জাতির পিতার দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার গাড়িবহর টোল দিয়ে পদ্মা সেতুর টোলপ্লাজা অতিক্রম করে। শেখ রেহানা গাড়িবহরের ১৭টি গাড়ির টোল প্রদান করেন।


পরে তারা পদ্মা সেতু পার হয়ে সার্ভিস এরিয়া-২ এ যাত্রা বিরতি করেন। সেখান থেকে যাত্রা করে সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুর দুই কন্যা।