আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২২

কুয়াকাটার বাজারে বিক্রির জন্য তোলা হয়েছে বিরল ‘কিং চান্দা’ মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পশ্চিম দিকে মাছের বাজার। সমুদ্রের মাছ ভেজে সেখানে বিক্রি করা হয়। সেখানেই এক দোকানে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ বিক্রির জন্য নিয়ে বসে আছেন এক বিক্রেতা। আজ বুধবার সকাল থেকে ওই দোকানে মাছটি দেখা যাচ্ছে। সৈকত ভ্রমণে আসা পর্যটকেরা বিরল প্রজাতির মাছটি দেখতে ভিড় করছেন। মাছের বিক্রেতা বশির আহমেদের দাবি, ওই মাছের নাম ‘কিং চান্দা’। মাছটির ওজন ২ কেজি ৭০০ গ্রাম। প্রতি কেজি ৯৫০ টাকা দাম হাঁকাচ্ছেন তিনি। সৈকত এলাকার মাছ ব্যবসায়ী ও একাধিক জেলের সঙ্গে কথা বলে জানা গেছে, বিগত দুই থেকে তিন বছরে তাঁরা এমন মাছ ধরা পড়তে দেখেননি। বিরল মাছটি দেখতে বেশ আকর্ষণীয়। এর গায়ের রঙ হালকা খয়েরি, মুখের অংশ ছোট। সামনের দিকে দুটি বড় চোখ রয়েছে। লেজটি শরীর থেকে আলাদা করে বের হয়েছে। মাছের শরীরটাও বেশ পুরু। লেজের দিক থেকে মাছটিকে দেখলে অনেকটা কোদাল বা বেলচার মতো লাগে।
বরিশাল মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ও সামুদ্রিক প্রাণিবিশেষজ্ঞ মো. কামরুল ইসলাম বলেন, লম্বা লেজযুক্ত মাছটি বেশ কয়েকটি নামে পরিচিত। এই মাছকে বাদুর মাছ বা লংফিন ব্যাট ফিসও বলে। আবার লংফিন স্পেড ফিস বা কোদাল মাছ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Palatax Teira (প্যালাটাক্স টেইরা)। সূত্র: প্রথম আলো

শেখ হাসিনা শক্তি ও সাহসের প্রতিচ্ছবি
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছে। গত সোমবার প্রকাশিত এক নিবন্ধে তুলে ধরা হয়েছে শিক্ষার সম্প্রসারণ ও দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য সাফল্যের পাশাপাশি নারীর ক্ষমতায়নে তাঁর অক্লান্ত প্রচেষ্টার কথা সম্প্রতি নর্দার্ন ভার্জিনিয়ার রিটজ-কার্লটন হোটেলে নেওয়া প্রধানমন্ত্রীর এক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে কলামিস্ট পেটুলা ডভোরাক একটি নিবন্ধ লেখেন। এতে শেখ হাসিনাকে শক্তি ও সাহসের প্রতিচ্ছবি বলে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্বের পাশাপাশি বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক স্থানে নিয়ে আসার জন্যও তাঁর প্রশংসা করা হয়।‘দিস প্রাইম মিনিস্টার লাফড অ্যাট দ্য মিম শি ইন্সপায়ার্ড : ডিসপাইট বিয়িং এ ওম্যান’ শিরোনামে প্রকাশিত নিবন্ধটিতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের প্রশংসা করেন পেটুলা ডভোরাক।নিবন্ধ শুরু হয় এভাবে—‘ছয় বছরের শিশু জয়াকে উঁচু করে ধরে আছেন বাবা আব্দুল্লাহ নিয়ামি। রিটজ-কার্লটনের বলরুমে অনেক মানুষের ভিড়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দেখতে এসেছে সে। ’ জয়ার বাবা আব্দুল্লাহ নিয়ামি বলেন, ‘আমি চেয়েছিলাম সে প্রধানমন্ত্রীকে একনজর দেখুক। ’ পেটুলা লেখেন, জয়া এমন দৃশ্য দেখতে এসেছে, যা মার্কিনরা সচরাচর দেখবে না—একজন নারী সরকারপ্রধান। সূত্র: কালের কণ্ঠ

জারি করা হয় সতর্কবার্তা
বিদ্যুৎ বিপর্যয়ের কারণে দেশের বেশিরভাগ অংশ অন্ধকারে চলে যাওয়ায় সড়ক, মহাসড়ক ও বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীসহ পুলিশের প্রতিটি মেট্রোপলিটন এলাকায় টহল বাড়ানো হয়েছে। সড়কে সিসি ক্যামেরা ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জেনারেটরের বিকল্প ব্যবস্থা হিসেবে নিরাপত্তা জোরদার করার জন্য দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়তি সতর্কতা রাখা হয়েছে পুজাম পগুলোতেও। পুলিশ সদর দফতর সূত্র জানায়, রাজধানীর সব থানাকে বিভিন্ন অলিগলিতে টহল টিম বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। সড়কে ছিনতাই প্রতিরোধে মোটরসাইকেলে টহল, সাদা পোশাকে পুলিশ দায়িত্ব পালন করছে। বিদ্যুৎ স্বাভাবিক না হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্যরা দায়িত্ব পালন করবেন।এদিকে সড়কে টহল বৃদ্ধি করছে র‌্যাব। দেশের সব ব্যাটালিয়ন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

সাংবাদিকতার পথ আরও রুদ্ধ হলো
গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে ২৯ প্রতিষ্ঠান
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার * এ তালিকা প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তিকর। এটি কোনো রাষ্ট্রীয় নীতি সমর্থিত নয় -টিআইবি

দেশের ২৯ প্রতিষ্ঠানকে ডিজিটাল নিরাপত্তা আইনের ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’র আওতায় নিয়েছে সরকার। এর মধ্যে-বাংলাদেশ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, স্টক এক্সচেঞ্জ ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মতো প্রতিষ্ঠান রয়েছে।এসব প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হলে, দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ৫ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে রোববার প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, আইনে কম্পিউটারের তথ্যের কথা বলা হয়েছে। কিন্তু সরকারি প্রজ্ঞাপনে পুরো প্রতিষ্ঠানকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এরফলে সাংবাদিকতার পথ আরও রুদ্ধ হলো। কারণ গণমাধ্যম এসব প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে প্রকাশ করে। এ ব্যাপারে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, কোন বিবেচনায় এ তালিকা করা হয়েছে, সেটা স্পষ্ট নয়। এ সিদ্ধান্ত ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার। এটি নিরাপত্তার পরিবর্তে নিবর্তনের হাতিয়ার হিসাবে ব্যবহারের আরও একটি উদাহরণ। তবে এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। সূত্র: যুগান্তর

Nagad

অবকাঠামোগত দুর্বলতা ও সক্ষমতার অভাব
রানিং টাইম বেড়েছে কমেছে ট্রেনের গতি

বাংলাদেশ রেলওয়ের ব্যস্ততম জয়দেবপুর-ঈশ্বরদী সেকশনে যেসব অবকাঠামো রয়েছে, তা দিয়ে প্রতিদিন ২২টি ট্রেন চলার কথা। কিন্তু সেকশনটিতে প্রতিদিন চলছে ৪২টি ট্রেন। সেকশনটি সিঙ্গেল লাইনের। একটি ট্রেন কোনো স্টেশন ত্যাগ করার পর পরবর্তী স্টেশনে না পৌঁছানো পর্যন্ত সেখানে আর কোনো ট্রেন প্রবেশের সুযোগ থাকে না। যেহেতু সক্ষমতার দ্বিগুণ ট্রেন চলছে, তাই প্রতিটি ট্রেনেরই ক্রসিংয়ে বাড়তি সময় ব্যয় করতে হয়। এর বিরূপ প্রভাব পড়ে ট্রেনের গতিতে। ফলে ঢাকা থেকে রাজশাহী, খুলনা, দিনাজপুর, লালমনিরহাট ও রংপুরগামী ট্রেনগুলোর বেশির ভাগই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। পূর্বাঞ্চল রেলওয়ের প্রায় পুরোটাই মিটার গেজ লাইন। মিটার গেজ লাইনে চালানোর জন্য দক্ষিণ কোরিয়া থেকে কেনা ৩০টি ইঞ্জিন সম্প্রতি যুক্ত হয়েছে রেলের বহরে। তবে চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-ময়মনসিংহ, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট, ঢাকা-দেওয়ানগঞ্জ ও ঢাকা-ময়মনসিংহ রুটে নতুন ইঞ্জিনগুলো চালানো সম্ভব হচ্ছে না। কারণ এসব রুটের রেলপথ ও রেলসেতু নতুন কেনা ইঞ্জিনগুলোর ভার বহনে সক্ষম নয়। আর যেসব পুরনো ইঞ্জিন দিয়ে এসব রুটে ট্রেন পরিচালনা করা হচ্ছে, সক্ষমতা কমে যাওয়ায় সেগুলোর গতি থাকে কম। যার কারণে গন্তব্যে পৌঁছতে সময় লাগে বেশি। সূত্র: বণিক বার্তা।

ডিজিটাল সিকিউরিটি: সরকারি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ ঘোষণা কি সাংবাদিকতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে

বাংলাদেশে সরকার ২৯টি প্রতিষ্ঠানকে ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ বলে ঘোষণা করেছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, রাজস্ব বোর্ড, ইমিগ্রেশন ইত্যাদি প্রতিষ্ঠান রয়েছে।
দোসরা অক্টোবর এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশের সরকার।সেখানে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের একটি ধারা অনুযায়ী এসব প্রতিষ্ঠানকে রাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো’ বলে ঘোষণা করা হলো। কিন্তু এর মাধ্যমে আসলে কি বোঝানো হচ্ছে? বাংলাদেশ সরকারের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠানের তথ্য সুরক্ষার ওপর জোর দিতেই এই ঘোষণা দেয়া হয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

মন্থর বৈশ্বিক বাণিজ্যের কারণে সমুদ্রপথে পরিবহন খরচ কমল ৫০ শতাংশ

গন্তব্য দেশগুলোতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ও মজুদ পণ্য বাড়ার কারণে চাহিদা কমে যাওয়ায় বৈশ্বিক বাণিজ্যে এসেছে মন্থরতা। মহামারির সময় দেশের সমুদ্রপথে পরিবহন খরচ বাড়লেও বর্তমান পরিস্থিতিতে তা ৫০ শতাংশ পর্যন্ত কমে এসেছে। চট্টগ্রাম-ইউরোপ রুটে জাহাজ চলাচলের খরচ এখন প্রতি ২০ ফুট কন্টেইনারের ক্ষেত্রে ৬ হাজার থেকে ৭ হাজার ডলার। ২০২১ সালের ডিসেম্বরের মহামারির প্রাদুর্ভাব যখন শীর্ষে তখন এই কন্টেইনারের খরচ ছিল সাড়ে ১২ হাজার ডলার। একইভাবে যুক্তরাষ্ট্রগামী জাহাজে প্রতি ২০ ফুট কন্টেইনারে আগে ২০ হাজার ডলার খরচ পড়লেও এখন তা ১০ হাজার ডলারে নেমে এসেছে বলে জানিয়েছে শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন। মহামারি কেন্দ্র করে সৃষ্টি হওয়া সরবরাহ চক্রের ব্যাঘাতও পণ্য পরিবহন খরচ কমানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে জানান খাত সংশ্লিষ্টরা।তবে ব্যবসায়ীদের দাবি তারা এখনও কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় অন্তত তিনগুণ বেশি খরচ দিচ্ছেন।কোভিডের আগে একটি ২০ ফুট কন্টেইনার চালানের জন্য ইউরোপের ক্ষেত্রে আড়াই হাজার ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তিন হাজার ডলার খরচ পড়ত।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আরিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, চলমান বৈশ্বিক মন্দার মধ্যে চাহিদা কমে যাওয়াটা পরিবহন খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার অন্যতম কারণ। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

ছিল স্কুলের পরিত্যক্ত ঘর, এখন ‘শিক্ষা জাদুঘর’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রামধনপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে ব্যতিক্রমী ‘শিক্ষা জাদুঘর’। বিদ্যালয়ের অর্ধশত বছর পুরোনো পরিত্যক্ত মাটির ঘরকে সংস্কার করে নান্দনিক আল্পনায় রাঙিয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ নিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। রামধনপুর গ্রামটি উপজেলার গলিয়ারা ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ কয়েক মাস আগে বিদ্যালয়টি পরিদর্শনে গেলে সেই স্কুলে থাকা পরিত্যক্ত মাটির ঘরটি তার নজর কাড়ে।
পুরনো শিক্ষা ব্যবস্থার নিদর্শন হিসেবে সেটি রক্ষা করার চিন্তা করেন তিনি। তার উদ্যোগ আর ব্যতিক্রমী চিন্তায় মাটির স্কুল ঘরটিতে নির্মাণ করা হয়েছে `শিক্ষা জাদুঘর’ । সূত্র: বিডি নিউজ

বাংলাদেশে ‘সবুজ’ কারখানা ১৭৩টি

বাংলাদেশের আরো দুটি তৈরি পোশাক কারখানাকে সবুজ কারখানা হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি)। নতুন করে স্বীকৃতি পাওয়া এ দুটি কারখানার মধ্যে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেড পেয়েছে প্লাটিনাম রেটিং এবং রাজধানীর মধ্যে আয়েশা ফ্যাশন লিমিটেড গোল্ড রেটিং পেয়েছে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল। তিনি জানান, নতুন করে সবুজ কারখানার সনদ পাওয়া দুই কারখানার মধ্যে গাজীপুরের আমান টেক্সটাইল লিমিটেডকে গত ২৭ সেপ্টেম্বর স্বীকৃতি দিয়েছে ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল। প্রতিষ্ঠানটিকে ৮৯ পয়েন্ট দিয়েছে ইউএসজিবিসি। এছাড়া ১৫ সেপ্টেম্বর স্বীকৃতি পেয়েছে আয়েশা ফ্যাশন লিমিটেড। ইউএসজিবিসি এই প্রতিষ্ঠানটিকে পয়েন্ট দিয়েছে ৬৪। এই স্বীকৃতির মধ্য দিয়ে দেশের পোশাক খাতে মোট পরিবেশবান্ধব প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৩-এ। সূত্র: বাংলানিউজ

সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আসছেন বৃহস্পতিবার। সদ্য সমাপ্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বৃহস্পতিবার বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বুধবার এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের ফলাফল নিয়ে বৃহস্পতিবার বিকেল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ অক্টোবর) রাত ১টার দিকে তিনি ঢাকায় ফেরেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সূত্র: সারাদিন ডট নিউজ