দেশে ডেঙ্গুতে দুজনের মৃত্যু, শনাক্ত ৩৮১
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩৮১ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং একই সময়ে আরও দুই জন ডেঙ্গু রোগী মারা গেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ৩০২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছে ৭৯ জন। ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি আছে এক হাজার ১০৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৩৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে সর্বমোট ১০ হাজার ৭৭৭ জন। একই সময়ের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে নয় হাজার ২৪০ জন। এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা গেছে ৪৪ জন।