চ্যাম্পিয়নস লিগ: এমবাপ্পের জোড়া গোলে জুভেন্টাসের হার
উয়েফা চ্যাম্পিয়নস লিগে দারুণ শুরু করেছে মেসি-এমবাপ্পের পিএসজি। নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে তারা। প্রথমার্ধে জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর জুভরা আক্রমণের ধার বাড়ালেও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি। অবশেষ পিএসজির কাছে হেরেছে।
এমবাপ্পের প্রথম গোলের পর, নেইমারের পাসে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন আবার এই ফরাসি স্ট্রাইকার।


২২ মিনিটে পিএসজি ব্যবধান দ্বিগুণ করে। এবারও গোলদাতা এমবাপ্পে। আশরাফ হাকিমির বাড়িয়ে দেওয়া বল জালে পাঠান তিনি। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে ৩৫ গোল করলেন এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় জুভেন্টাস। ৫৩ মিনিটে মিডফিল্ডার কসতিচের ক্রসে চমৎকার হেডে গোল করেন মিডফিল্ডার ম্যাককেনি।
এর পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেয়েছে, কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দলই।
এদিকে এইচ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব বেনফিকা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে ম্যাকাবি খাইফাকে।