ঢাকায় আসছেন না নোরা ফতেহি
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না পাওয়ায় আপাতত ঢাকায় আসছেন না বলিউডের নৃত্যশিল্পী নোরা ফতেহি।
অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকার একটি কনভেনশন হলে পুরস্কার বিতরণী আয়োজনে তার অংশ নেওয়ার কথা ছিল। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকায় আসার কথা ছিল বলিউডের এই অভিনেত্রীর।
শাহজাহান ভূঁইয়া বলেন, “ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে তাকে নিয়ে আসার বিষয়টি চূড়ান্ত হবে। আশা করি, জানুয়ারির দিকে আমরা সেই অনুমতি পাবো।”
সারাদিন/০৫ সেপ্টেম্বর/এমবি