এসএমসির ভারপ্রাপ্ত এমডি-সিইও তসলিম উদ্দিন খান
সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন তসলিম উদ্দিন খান।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্যবিদ হিসেবে দেশে ও বিদেশে ব্যাপক পরিচিত তসলিম উদ্দিন খান। জনস্বাস্থ্য কর্মসূচির পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার। ২০০২ সালের আগস্টে এসএমসিতে যোগ দেন তিনি। এরপর থেকে কোম্পানির মিশনকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন তিনি।
তসলিম উদ্দিন খানের নেতৃত্বে এসএমসির জনস্বাস্থ্য কর্মসূচি নতুন উচ্চতায় পৌঁছেছে। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
তসলিম উদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণে স্নাতকোত্তর এবং মার্কেটিংয়ে এমবিএ সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটার থেকে পরিবার পরিকল্পনা প্রোগ্রাম ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তার বেশ কিছু প্রকাশনা রয়েছে এবং তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন।