বই কেনা প্রকল্পের ১৪৭৭ বইয়ের তালিকা বাতিল
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে।
জনপ্রশাসন সচিব কে এম আলী আজম সোমবার (২৯ আগস্ট) সাংবাদিকদের জানিয়েছেন, এ নিয়ে কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।


তিনি বলেন, এরমধ্যে অতিরিক্ত সচিব নবীরুল ইসলামের ২৯টি বই রয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে বলেও জানান তিনি।
সেখানে প্রশাসন, ইতিহাস, রাজনীতি, আইন , কবিতা ও কথা সাহিত্য ক্যাটাগরি থাকতে পারে। এ নিয়ে কমিটি করা হচ্ছে বলেও জানান কে এম আলী আজম। তালিকা কীভাবে হবে তা ওই কমিটি ঠিক করবে।