হাতি মৃত্যুর ঘটনায় বন বিভাগের হত্যা মামলা

শেরপুর সংবাদদাতাশেরপুর সংবাদদাতা
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, মে ৯, ২০২৩

ছবি- সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে হাতি মৃত্যুর ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (০৮ মে) তিন জনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলাটি করেছেন ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো: মকরুল ইসলাম।

মামলায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া মোল্লাপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মো: নুহু মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। অপর দুইজন নাম না জানা আসামি। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ ধারায় এই মামলাটি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মো: নুহু মিয়ার বোরো ধান খেতে সংযোগ দেওয়া বৈদ্যুতিক জিআই তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে বন কর্মকর্তারা। কয়েকদিন ধরে একদল হাতি ঝিনাইগাতীর গারো পাহাড়ের সীমান্ত এলাকায় প্রবেশ করেছে। বন বিভাগের পক্ষ থেকে সব সময় পাহাড়া দেওয়া হচ্ছে যাতে হাতি ও মানুষের কোনো ক্ষতি না হয়।

গত ০৫ মে (শুক্রবার) দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া এলাকায় একটি হাতির মরদেহ পড়ে আছে বলে খবর আসে। পরে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে যান। গত শনিবার সকালে তারা মৃত হাতিটি উদ্ধার করেন। এই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুল আলম ভূইয়া গণমাধ্যমকে বলেন, এই ঘটনাটি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Nagad

এর আগে হাতি মৃত্যুর ঘটনায় ২০২১ সালের ০৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার সীমান্তঘেঁষা মালাকোচা গ্রামের ৪ জনের বিরুদ্ধে শেরপুরের বন আদালতে প্রথম হত্যা মামলা করা হয়েছিল।

সারাদিন/০৯ মে/এমবি