সূচকের উত্থানে হাজার কোটির নিচে ডিএসইর লেনদেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, মে ৩০, ২০২৩

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (৩০ মে) ডিএসই প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৫ পয়েন্টে। আর ডিএসইর শরিয়াহ সূচক বা ‘ডিএসই এস’ ০৫ পয়েন্ট এবং ডিএসই–৩০ সূচক ০৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৭৫ ও ২২০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ১ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১১৭৪ কোটি ৫৬ লাখ টাকার।

ডিএসইতে মোট ৩৭৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৯৩ কোম্পানির। দরপতন হয়েছে ৮৬ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১ পয়েন্টে।

সিএসইতে ২৩৯ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২ টির দর বেড়েছে, কমেছে ৫৯ টির এবং ১০৮ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Nagad