সালমান খানকে আবারও হত্যার হুমকি

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৩

ছবি- সংগৃহীত

বলিউডের সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার (১৮ মার্চ) রাতে ই-মেইলে এসেছে ওই হুমকি চিঠি। সালমান খানের অফিসিয়াল ই-মেইল অ্যাকাউন্টেই মেইলটি পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বলিউড সুপারস্টারকে হুমকি দেওয়ার জন্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং অন্য একজনের বিরুদ্ধে আইপিসি ধারা ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪-এর অধীনে অভিনেতার ঘনিষ্ঠ সহযোগী দ্বারা বান্দ্রা থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।

নিউজ এজেন্সি এএনআই টুইট করেছে, “অভিনেতা সালমান খানকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়ার পরে মুম্বাই পুলিশ তার বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করেছে, বান্দ্রা পুলিশ আইপিসির ৫০৬(২), ১২০(বি) এবং ৩৪ ধারায় মামলা দায়ের করেছে। এর আগে শনিবার (১৮ মার্চ) মুম্বাই পুলিশ অভিনেতা সালমান খানের অফিসে হুমকি-মূলক ইমেল পাঠানোর অভিযোগে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, গোল্ডি ব্রার এবং রোহিত গর্গের বিরুদ্ধে মামলা করেছে।”

হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, ইমেলটি রোহিত গর্গ নামে একজন পাঠিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে কানাডিয়ান গ্যাংস্টার গোল্ডি ব্রার সালমান খানের সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে চান। এতে গ্যাংস্টার বিষ্ণোইয়ের সাম্প্রতিক সাক্ষাৎকারের কথাও উল্লেখ আছে যেখানে বিষ্ণোই বলেছেন সালমান খানকে হত্যা করেই তার জীবনের অন্যতম লক্ষ্য।

এই ঘটনায় লরেন্স ও গোল্ডির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

এর আগে ১৯৯৮ সালে কৃষ্ণকায় হরিণ হত্যা মামলার কারণে সালমান খানকে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। একটি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে লরেন্স বিষ্ণোই বলেছিলেন, “সালমানকে ক্ষমা চাইতে হবে। তা-না হলে এর পরিণতি তাকে ভুগতে হবে। কৃষ্ণকায় হরিণ হত্যা মামলায় আমি ছোটবেলা থেকেই সালমানের ওপর ক্রুদ্ধ। তিনি আমাদের সম্প্রদায়ের মানুষদের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন।”

Nagad

১৯৯৮ সালে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায় ফিল্ম’-এর শুটিং চলাকালীন দুইটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সালমান খানের উপর। সেই মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গত বছর গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর পর সালমান খান যখন হুমকিমূলক চিঠি পান তখন থেকে তাকে এবং তার বাবা-গীতিকার সেলিম খানকে মহারাষ্ট্র সরকার ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দিয়ে আসছে। গত বছর আত্মরক্ষার জন্য তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সও দেওয়া হয়েছিল।

সারাদিন/২০ মার্চ/এমবি