মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ঈদ শনিবার

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৩

সংগৃহীত ছবি-

মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনেইয়ে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী শনিবার (২২ এপ্রিল)।

মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এর ফলে পবিত্র রমজান মাস ৩০ দিনে শেষ হবে। আর মালয়েশিয়ার মুসলিমরা আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ‘দ্য কিপার অব দ্য রুলারস সিল’ সৈয়দ দানিয়াল সৈয়দ আহমদ।

শনিবার ঈদ হওয়ায় এ বছর মালয়েশিয়ায় এক দিন বেশি ছুটি হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আগেই ঘোষণা দিয়েছিলেন, শনিবার ঈদ হলেও শুক্রবার থেকেই শুরু হবে সরকারি ছুটি। আর ঈদের দ্বিতীয় দিনের ছুটি রোববার পড়ায় সেটি পাওয়া যাবে সোমবার।

সিএনএন ইন্দোনেশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, ইন্দোনেশিয়ায় আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

উল্লেখ্য, সৌদি আরব ও সয়ুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। আজ নতুন চাঁদ দেখা গেলে শুক্রবার এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে পরের দিন শনিবার উদযাপিত হবে ঈদুল ফিতর। শুক্রবার সন্ধ্যায় ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বসার কথা রয়েছে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায় তাহলে শনিবার বাংলাদেশেও ঈদুল ফিতর উদযাপিত হবে। আর তা না হলে ৩০ রোজা শেষে রোববার বাংলাদেশে ঈদ উদযাপন করা হবে

Nagad