বিতর্কিত কর্মকাণ্ড: ‘ভুল স্বীকার’ করে যা বললেন লিটন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

ব্যাটে রান নেই, দল হারছে। তামিম ইকবালের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দায়িত্ব নিয়ে খেলার বদলে ছন্দহীন লিটন দাস। সবমিলিয়েই কিনা কে জনে, গতকাল রোববার (১৫ অক্টোবর) পুনেতে লিটন করে বসলেন অনাকাঙ্খিত এক কাণ্ড। বাংলাদেশের টিম হোটেলের লবিতে থাকা সাংবাদিকদের বের করার নির্দেশ দেন নিরাপত্তারক্ষীদের দিয়ে। যা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা।

সোমবার (১৬ অক্টোবর) সকালে এ ঘটনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ক্ষমা চান তিনি।

স্ট্যাটাসে লিটনের ভাষ্য, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল।

তিনি আরও যোগ করেন, হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

এর আগে, পুনেতে টিম হোটেলের লবি প্রায় ৪০ জন সাংবাদিক বসে ছিলেন। কারণ, দলের কারোর সঙ্গে যদি কথা বলা যায়। আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও এদিন কথা বলতে চেয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। এ জন্যই তারা অপেক্ষা করছিলেন।

এ সময়ে গণমাধ্যম কর্মীদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই ছুটে যান কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেখানে গিয়ে লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

Nagad

এরপর আরও কিছু বলতে থাকেন লিটন; যা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে লিটন ও নিরাপত্তাকর্মীদের কথোপকথনের প্রতিক্রিয়া কিছুক্ষণ পরই টের পান সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীদের সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা নিরাপত্তাকর্মীদের জানান লিটন।