বিআইডব্লিউটিসিতে নতুন চেয়ারম্যান, দুই সংস্থায় নতুন ডিজি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৪

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এ চেয়ারম্যান, শ্রম অধিদপ্তর এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)-এর চেয়ারম্যান হয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ. কে. এম. মতিউর রহমান।

অন্যদিকে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলমকে শ্রম অধিদপ্তরের ডিজি এবং শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মু. আনোয়ারুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের ডিজি করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়া মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন্নেছা করিমকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) খালিদ আহমেদকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে, অর্থ বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে, জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শহীদুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (অতিরিক্ত সচিব) মো. আজিজ তাহের খানকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।