প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম শেষ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৩

সংগৃহীত

চলতি বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হয়েছে। ফলে এই বছর নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

বুধবার (২৬ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম-২০২৩ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ফলে বদলিসংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। আগামী বছর আবারও যথাসময়ে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, চলতি বছর মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানিমুক্ত হয়েছে। জানা গেছে, তদবির, ঘুষবাণিজ্য সর্বোপরি শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।

সারাদিন/২৭ এপ্রিল/এমবি 

Nagad