নেইমার কাতার বিশ্বকাপে নেতা হতে চলেছে: কাকা

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

সংগৃহীত

সবচেয়ে বড় তারকা হিসেবে নেইমার জুনিয়রকে বেছে নিলেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলের তারকা ফুটবলার রিকার্ডো কাকা। এবার ব্রাজিল-আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জেতার ভালো সম্ভবনা আছে বলেও জানান তিনি। আর ফ্রান্সকে তিন নাম্বারে রেখেছেন কাকা।

স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন।

সাক্ষাৎকারে রিকার্ডো কাকা বলেন, “আমি জানি না এটি ব্যক্তিগত গভীর সম্পর্কের কারণে কী-না! তবে আমি নেইমারের খেলার ধরন অনেক ভালোবাসি। অবশ্যই কাইলিয়ান এমবাপে, লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা দেখতেও ভালো লাগে। তবে প্রিয় হিসেবে নেইমারের কথাই বলবো।”

কাকা আরও বলেন, “কাতার বিশ্বকাপ ব্রাজিলের নেতা হতে চলেছে নেইমার। তবে তার সাথে যেনো ভিনিসিয়াসের মতো খেলোয়াড়রা থাকে এটিও নিশ্চিত করতে হবে।” তিনি বলেন, “২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে নেইমার একাই ছিল স্বপ্নসারথি। তবে এবার আমাদের ভিনি, রাফিনহা, রিচার্লিসন, অ্যান্টনিরা আছে। যারা শুধু সম্ভাবনাময় নয়, বাস্তব প্রতিভাবান। এতে নেইমারের ওপর চাপ কমবে। যা আমাদের দলের জন্য ভালো।”

ব্রাজিলের আরেক রদ্রিগোর প্রশংসায় তিনি বলেন, “রদ্রিগো অসাধারণ। ব্রাজিলে এখনও নিশ্চয়ই আলোচনা চলছে তাকে বিশ্বকাপে নেওয়া হবে কি না। তবে আমি নিশ্চিত সে অগ্রাধিকার পাবে। আমি নিজেও ২০ বছর বয়সে বিশ্বকাপ খেলেছি। আর রদ্রিগো এখন রীতিমতো তারকা খেলোয়াড়।”

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের পর দক্ষিণ আমেরিকার দেশ বিশ্বকাপ জেতেনি। এবার কী ব্রাজিল কিংবা আর্জেন্টিনা ওই ধারা ভাঙতে পারবে?

Nagad

কাকা বলেন, “তেমনটাই আমি আশা করি, কিন্তু ইউরোপের ফুটবল অনেক ভালো। উয়েফা নেশনস লিগ দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য একটি বাধা। কারণ আমরা ইউরোপের শীর্ষ পর্যায়ের দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছি না।” এতে করে, আমরা কম প্রতিযোগিতাপূর্ণ হয়ে যাচ্ছি। দেখুন, ব্রাজিল নিজেদের মধ্যে প্রায় সব ম্যাচেই জয় পাচ্ছে। যা দল হিসেবে বেড়ে উঠতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তবে এটাও সত্য যে, ব্রাজিল এবং আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জেতার ভালো সম্ভবনা আছে। আমি এই আর্জেন্টিনা দলের বেশ ভক্ত। তারা বেশ পরিণত এবং ভালো কোচের অধীনে খেলছে।”

ব্রাজিল, আর্জেন্টিনার বাইরে কাতারে কোন দলের ভালো সম্ভাবনা দেখেন?

কাকা বলেন, “সবার আগে ফ্রান্সের নাম বলবো। তাদের দুর্দান্ত সব ফুটবলার। বর্তমান চ্যাম্পিয়ন। এর বাইরে স্পেন এবং জার্মানির ভালো সুযোগ আছে। পর্তুগালের দিকে চোখ রাখতে হবে, তাদেরও ভালো খেলোয়াড় আছে। রোনালদো বিশ্বকাপের আগে কী অবস্থানে থাকে সেটাও দেখার বিষয়। এর বাইরে বেলজিয়াম, যদিও ভালো দল হওয়া স্বত্ত্বেও শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।”

সারাদিন/২৬ সেপ্টেম্বর/এমবি