নরসিংদীতে আড়িয়াল খাঁ নদে ডুবে ৩ শিশুর মৃত্যু

নরসিংদী সংবাদদাতানরসিংদী সংবাদদাতা
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

সংগৃহীত

নরসিংদীর বেলাবোতে গোসল করতে নেমে আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (০৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে আড়িয়াল খাঁ নদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহত তিন শিশু হলেন- বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (১১), একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৯), মৃত. ফারুক মিয়ার মেয়ে হালিমা আক্তার (৯)।

স্থানীয়রা জানান, দুপরে কাউকে না জানিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় তিন শিশু। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টা দিকে পাশের আড়িয়াল খাঁ নদে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে একে একে তিনজনের লাশ ভেসে উঠে। পুলিশের সহায়তায় এলাকাবাসী তিন শিশুর লাশ উদ্ধার করে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় গোসল করতে যাওয়ার পর থেকেই তারা নিখোঁজ ছিল। পরে রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আড়িয়াল খাঁ নদের বীরাকান্দা ঘাট থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ওই তিন শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাদিন/১০ অক্টোবর/এমবি

Nagad