গুলশান মডেল স্কুল কেন্দ্রে ভোট দিলেন অধ্যাপক এ আরাফাত, যা বললেন

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৩

ছবি: শাহজালাল রোহান

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। ভোট দিয়ে তিনি বলেন, নির্বাচনে জয়ের বিষয়ে আমি খুব আশাবাদী। মানুষ নৌকা ছাড়া ভোট দেবে না, তাই বিজয় সুনিশ্চিত।

তিনি বলেন, আমি সকালবেলা কয়েকটা কেন্দ্র ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালবেলা একটু বৃষ্টি পড়েছে। এর কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। গুলশান, বারিধারা, বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠেন। কিন্তু কালা চাঁদপুর শাহজাদপুর বা নর্দার দিকে গেলে আপনারা দেখবেন, ভোটার অনেক এসেছেন। ভাসান টেকেও ভোটার উপস্থিতি অনেক। এখন পর্যন্ত ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।

আজ সোমবার (১৭ জুলাই) গুলশান-২ নম্বরে অবস্থিত গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল ১১টার দিকে তিনি ভোট দেন। ভোটদান শেষে-গণমাধ্যমের সাথে এসব কথা বলেন।

বিজয় সূচক চিহ্ন দেখিয়ে অধ্যাপক এ আরাফাত বলেন, মানুষ ভোট দিতে আসলে, নৌকায় ভোট দিবেন। ডানে, বামে, সামনে, পেছনে-সব খানেই শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে-মানুষকে ভোট দিতে নিয়ে আসা। অল্পদিনের নির্বাচন বলে-একটা অনীহা থাকতে পারে, সেখানেই আমরা অনুপ্রাণিত করার চেষ্টা করছি। জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী।

এদিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে টানা ভোটগ্রহণ চলছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির জিএম কাদেরপন্থি সিকদার আনিসুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টির মো. কামরুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান ও আলোচিত-সমালোচিত ইউটিউবার মো. আশরাফুল হোসেন আলম (হিরো আলম)।

Nagad

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত ১৫ মে মারা ‍যাওয়ায় আসনটি শূন্য হয়

এর আগে, সকাল ৮টায় শুরু হয় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনসহ দেশের স্থানীয় সরকারের ৭৮টি নির্বাচনের ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সারাদিন . ১৭জুলাই. আর