কক্সবাজার অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘মোখা’

কক্সবাজার সংবাদাদাত:কক্সবাজার সংবাদাদাত:
প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২৩

টেকনাফ, কক্সবাজার এলাকা থেকে ছবিটি তোলা। সংগৃহীত ছবি

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম শুরু করেছে।

আজ রোববার (১৪ মে) সকাল ৯টার দিকে উপকূল অতিক্রম শুরু করে এ ঘূর্ণিঝড়। আজ রোববার (১৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (আঠার) এতথ্য জানানো হয়।

এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকাল নাগাদ সিটুয়ের (মায়ানমার) নিকট দিয়ে কক্সবাজার-উত্তর মায়ানমার উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৯৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।