ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা জয় জিম্বাবুয়ের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৩

ছবি- সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩৫ হারিয়েছে অলরাউন্ডার সিকান্দার রাজার জিম্বাবুয়ে। টানা দ্বিতীয় ম্যাচে দুরন্ত পারফরম্যান্সে দলকে জেতালেন সিকান্দার রাজা। টানা জয়ের ফলে ‘সুপার সিক্স’ নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।

শনিবার (২৪ জুন) হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের ১ বল বাকি থাকতে ২৬৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে।

এই ম্যাচে হাফসেঞ্চুরি করেন সিকান্দার রাজা আর রায়ান বার্ল। ৫৮ বলে ৬ চার এবং ২ ছক্কায় রাজার ব্যাটে আসে ৬৮ রানের ঝোড়ো ইনিংস। ৫৭ বলে ৫০ করেন বার্ল। এছাড়া ওপেনিংয়ে নেমে ৪৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক ক্রেইগ আরভিন।

ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমো পল নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন পেসার আলজেরি জোসেফ এবং স্পিনার আকিল হোসেনের।

২৬৯ রানের লক্ষ্য তারা করতে নেমে ক্যারিবীয় ওপেনিংয়ে কাইল মায়ার্স ধীরগতির ১ ফিফটি (৭২ বলে ৫৬) করেন। মিডল অর্ডারে শাই হোপ (৩০) আর নিকোলাস পুরান (৩৪) খেলেন ত্রিশোর্ধ্ব দুটি ইনিংস। এরপর ৩৩ ওভারের আগে ১৮০ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

সেখান থেকে রস্টন চেজ ও জেসন হোল্ডার সপ্তম উইকেটে ৩৭ রানের জুটি গড়ে আশা জাগালেও শেষ পর্যন্ত আর রান তাড়ায় পেরে উঠেনি ক্যারিবীয়রা। ৪৪.৪ ওভারে ২৩৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।

Nagad

জিম্বাবুয়ের পেসার টেন্ডাই চাতারা ৩টি উইকেট। দুটি করে উইকেট নেন সিকান্দার রাজা, ব্লেসিং মুজারবানি ও রিচার্ড এনগারাভা।

এই জয়ের আগেই বাছাইপর্বের গ্রুপ ‘এ’ থেকে সুপার সিক্স নিশ্চিত হয়ে যায় জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের। বাদ পড়েছে নেপাল ও যুক্তরাষ্ট্র।

আজকের জয়ে পরের ধাপে জিম্বাবুয়ে সাথে নিয়ে যাচ্ছে পূর্ণ ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স পর্বে পা রাখা ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসকে হারিয়েছে সিকান্দার রাজার দল।

সারাদিন/২৫ জুন/এমবি