উপনির্বাচন, বিএনপির ছেড়ে দেওয়া আসনে মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

সংগৃহীত ছবি

বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সদস্যরা। তিনটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটিতে প্রার্থী দেবে ১৪ দলের শরীক ওয়ার্কার্স পার্টি ও জাসদ। আর বাকি আসন উন্মুক্ত থাকবে।

আজ রোববার (১ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

জানা যায়, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোট (ওয়ার্কাস পার্টি) ও বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোট (জাসদ ইনু)-এর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আর ব্রাহ্মবাড়িয়া-২ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে।

আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বগুড়া-৬ আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মো. জিয়াউর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মো. আবদুল ওদুদ।

সভা শেষে গণভবনের গেটে সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসব আসনে উপনির্বাচনের জন্য গত ১৮ ডিসেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

Nagad

তফসিল অনুযায়ী, প্রার্থীরা ৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রিটার্নিং কর্মকর্তারা ৮ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

সভায় সংসদীয় বোর্ডের সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, রাশিদুল আলম, দীপু মনি ও আব্দুস সোবহান গোলাপসহ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।