করোনার ভয়ে টোকিও অলিম্পিকে অংশ নিবে না উত্তর কোরিয়া
খেলোয়াড়দের কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে টোকিও অলিম্পিকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, গত ২৫ মার্চ মিটিংয়ের পর করোনার এই সময়ে ক্রীড়াবিদদের সুরক্ষার স্বার্থে অলিম্পিকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।


আসন্ন আসর থেকে নাম প্রত্যাহার করে নেয়া প্রথম দেশ তারা। উত্তর কোরিয়ার এই সিদ্ধান্ত অন্য দেশগুলোকেও প্রভাবিত করতে পারে। ফলে ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আসর আয়োজনে জাপান ফের অনিশ্চয়তার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যদিও জাপানের অলিম্পিক কমিটি মঙ্গলবার জানিয়েছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে তারা অলিম্পিকে অংশ না নেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা পাননি।
অলিম্পিক নিয়ে সিদ্ধান্তের কারণে খেলাকে কেন্দ্র করে দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে আলোচনার আশাও আপাতত নিভে গেল।
২০১৮ সালে শীতকালীন অলিম্পিকসে দুই দেশের মধ্যে ঐতিহাসিক সিরিজ আলোচনা শুরু হয়।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন আশা করেছিলেন, দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের উন্নয়নে খেলা অনুঘটক হিসেবে কাজ করবে।
সারাদিন/৬এপ্রিল/এএইচ