দেশে নতুন ভোটার ১৯ লাখ ১৮ হাজার
বিদায়ী ২০২০ সালে দেশে নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬জন। এরমধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ২৫ হাজার ৭৫৫জন, নারী ৭ লাখ ৯২ হাজার ২২০ জন এবং হিজড়া ৮১ জন।
মঙ্গলবার (২ মার্চ) হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকায় এই তথ্য প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।


হালনাগাদ ভোটার তালিকায় বর্তমানে মোট ভোটার এখন ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার পাঁচ জন, নারী ভোটার পাঁচ কোটি ৫১ লাখ ২২ হাজার ২২৩ জন এবং হিজড়া হিসেবে ভোটার তালিকায় আছেন ৪৪১ জন।
এ সময়ে মৃত্যুজনিত কারণে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৬ হাজার ৪৯৯ জন, যার মধ্যে পুরুষ ১০ হাজার ২৮০ জন ও নারী ৬ হাজার ২১৯ জন।
সারাদিন/২মার্চ/এএইচ