‘বাংলাদেশ এখন আর আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের ওপর নির্ভরশীল নয়’

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ফাইল ছবি

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা এখন এমন জায়গায় পৌঁছেছি, যেখানে আইএমএফ বা বিশ্বব্যাংকের ওপর নির্ভর না করেও এগিয়ে যেতে পারি। তাদের সব শর্ত মেনে ঋণ গ্রহণের পক্ষপাতী নই।’

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও ইলেকট্রনিকসসহ বেশকিছু পণ্য নেয়ার প্রস্তাব দিয়েছে সরকার। বাড়তি শুল্ক প্রত্যাহারের ক্ষেত্রে পণ্য কেনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সাথে আলোচনা অব্যাহত রাখা হবে। ট্রাম্প প্রশাসনকে খেপানো যাবে না।